বন্ধ সমর্থনের দাবীতে রেললাইনে অবরোধ বাম কংগ্রেসের



বলোরাম বোস, বেলঘরিয়া:সিপিআইএম বেলঘড়িয়া এরিয়া কমিটি পক্ষ থেকে বন্ধের সমর্থনে মিছিল করে বেলঘরিয়া স্টেশনে যায় । বেলঘড়িয়া স্টেশনে মিছিল করে।  দমদম থেকে বেলঘড়িয়ার দিকে ঢোকার আগে  ব্যারাকপুর লোকাল আটকে দেওয়া হয়।  অবরোধকারীরা ট্রেন আটকে প্রতিবাদ জানাতে থাকে।



ঘটনাস্থলে সাথে সাথে আরপিএফ, জিআরপি এবং বেলঘড়িয়া থানার পুলিশ আসে। প্রশাসনের তৎপরতায় অবরোধ তুলে নেওয়া হয়। এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস নেতা দিব্যেন্দু মিত্র, কল্লোল মুখার্জি, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার, প্রাক্তন কাউন্সিলার সুব্রত চ্যাটার্জী, রেলওয়ে হকার্স নেতা রঞ্জিত সরকারও এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। 


Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক