"নেচার টাচ"কে সহযোগিতার আবেদন

 


 সঞ্জিত কাষ্ঠ : পরিবেশ আন্দোলনটা শুরু করেছিলাম খুব ছোট বেলা থেকেই৷ কাজ করতে করতে শিখেছি সামান্যই৷ শেখা বাকী আছে অনেকটা৷ পরিবেশ আন্দোলন করতে গিয়ে বারবার মনে হয়েছে যে, ধ্বংসের পাশিপাশি যদি নির্মানের পক্রিয়া শুরু করা না যায় তাহলে আদতে সব কিছুই বিফলে যাবে৷ সেই জায়গা থেকেই জৈব চাষ, নিত্য প্রয়োজনীয় ভেষজ পন্য, লাইলন কিংবা প্লাস্টিকের ক্যারিব্যাগের বীপরীতে কাগজ, কাপড়ের ব্যাগকে প্রাধান্য দেওয়া, নিত্য প্রয়োজনীয় রান্নার বাসন থেকে কাপ, প্লেট, জগ, জলের বোতল সহ মাটির তৈরী বিভিন্ন জিনিসের ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া, বাঁশ বেতের বিভিন্ন পন্যের ওপর জোড় দেওয়া, বাংলার লোক শিল্প এবং লোক সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া এবং এই কাজের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব অর্থনীতির দিকে জোড় দেওয়ার কাজ চালিয়ে গেছি৷ ইতিমধ্যেই বেশ কিছু মানুষ এই উদ্যোগকে পেশা বানিয়ে নিজেদের রুটি রূজীর সংস্থান করেছে৷ আমরা চাই আরো বেশী বিস্তার৷ পরিবেশের কাজ করতে গিয়ে নতুন প্রজন্মের বহু ছেলে মেয়ে আমাদের সাথে সামিল হয়েছে/হচ্ছে৷ এই প্রজন্মের সাথী, সৌভিক, অঙ্কনা, রাজা আমাদের পরিবেশের কাজের শরিক৷ 


ছেলে মেয়েগুলি শিক্ষিত৷ ওদের বলেছিলাম স্বাধীনভাবে বাঁচতে৷ পরিবেশবান্ধব অর্থনীতির সাথে নিজেদের যুক্ত করতে৷ ওরা সাড়া দিয়েছিলো সেই আহ্বানে৷ স্থির করেছিলো পরিবেশবান্ধব সামগ্রীর প্রচার, প্রসারের জন্য কাজ করবে৷ শুধু তাই নয় একটি কোম্পানী খুলে সেই কোম্পানীর মাধ্যমে পরিবেশকে ভালোবাসা যুব সমাজের কর্ম সংস্থানের ব্যবস্থা করবে৷ সেই সবুজ স্বপ্ন চোখে নিয়ে সাথী, সৌভিক, অঙ্কনা, রাজারা খুলে ফেলেছে "নেচার টাচ" (NATURE TOUCH) নামে একটি প্রতিষ্ঠান৷ আধুনিক শিক্ষায় শিক্ষিত ঐ তরুন দলের স্বপ্ন "নেচার টাচ"(NATURE TOUCH)কে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানী গড়ে তুলবে৷ আমি ওদের সবুজ স্বপ্নের সাথী৷


সকলে যদি নিজেদের সাধ্যমত একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে ওরা সত্যিই পারবে পরিবেশ বান্ধব অর্থনীতিকে শক্তিশালী করতে৷ সেই সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষিত যুবক যুবতীদের পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত করে তাদের কর্ম সংস্থান করতে৷ তাহলে হয়তো পরিবেশ সচেতন মানুষের সংখ্যা বৃদ্ধী পাবে৷ যাতে উন্নত হবে বাংলার পরিবেশ প্রকৃতি৷ আসুন ঐ যুবক যুবতীদের পাশে দাঁড়াই৷ তাদের পন্যগুলি সংগ্রহ করে পরিবারের সব্বাইকে নিয়ে ভালো থাকি৷ অন্যদেরকেও উৎসাহিত করি এই কাজে৷

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো