NRC তে আত্মঘাতী
বিশ্বদীপ নন্দী, দক্ষিণ দিনাজপুর, ১৪ই অক্টোবরঃ দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উওর নাইট এলাকার বাসিন্দা রুমানা ইয়সমিন NRC আতঙ্কে আত্মঘাতী হন। । ঘটনাটি ঘটে ৫ই অক্টোবর। সেই ঘটনার এতদিন পর এর মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন দক্ষিন দিনাজপুর জেলার নারী শিশু কর্মাধক্ষ্য মিঠু জোয়াদ্দার , সমাজসেবী রিতেশ জোয়াদ্দার ,কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজ জাহির আব্বাস। মৃতার পরিবার জানান, ভোটার কার্ড , আধার কার্ড এবং ম্যাধমিক এডমিড কার্ডে নাম ভুল ছিল। এই নিয়ে বহুদিন ধরে মানসিক আতঙ্কে ভুগছিলেন তিনি। এক সপ্তাহ আগে শনিবার ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এই গৃহবধূ । এই রকম ঘটনার যাতে আর পুনরাবৃত্তি হয় এমনটাই জানিয়েছেন দক্ষিন দিনাজপুর জেলার নারী শিশু কর্মাধক্ষ্যা সহ উপস্থিত সকলেই। সরকারি সমস্ত রকমের সাহায্য দিয়ে ভুল সংশোধন করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তারা।
বিশ্বদীপ নন্দী, দক্ষিণ দিনাজপুর, ১৪ই অক্টোবরঃ দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উওর নাইট এলাকার বাসিন্দা রুমানা ইয়সমিন NRC আতঙ্কে আত্মঘাতী হন। । ঘটনাটি ঘটে ৫ই অক্টোবর। সেই ঘটনার এতদিন পর এর মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন দক্ষিন দিনাজপুর জেলার নারী শিশু কর্মাধক্ষ্য মিঠু জোয়াদ্দার , সমাজসেবী রিতেশ জোয়াদ্দার ,কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজ জাহির আব্বাস। মৃতার পরিবার জানান, ভোটার কার্ড , আধার কার্ড এবং ম্যাধমিক এডমিড কার্ডে নাম ভুল ছিল। এই নিয়ে বহুদিন ধরে মানসিক আতঙ্কে ভুগছিলেন তিনি। এক সপ্তাহ আগে শনিবার ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এই গৃহবধূ । এই রকম ঘটনার যাতে আর পুনরাবৃত্তি হয় এমনটাই জানিয়েছেন দক্ষিন দিনাজপুর জেলার নারী শিশু কর্মাধক্ষ্যা সহ উপস্থিত সকলেই। সরকারি সমস্ত রকমের সাহায্য দিয়ে ভুল সংশোধন করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তারা।
Comments
Post a Comment