অবশেষে বাড়ি ফেরার পথ পেল পৌঢ়   
অনিন্দিতা চক্রবর্তী, পোস্ট গোপালপুরঃ পথ ভোলা পথিকের অবশেষে বাড়ি ফেরা হল তারাশঙ্কর চ্যারিটির হাত ধরে। গণপিটুনির হাত থেকে বছর ৪০ এর এক মহিলাকে বাঁচানোর পর এবার মানসিক ভারসাম্যহীন এক পৌঢ়কে বাড়ি ফেরালো মালদার তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। বেশ কিছুদিন ধরেই ভারত-বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকায় ঘুরতে দেখা যায় অখিলেশ কুমার ঝা নামে অঞ্জাত পরিচয়ের এই ব্যাক্তিকে এলাকার বেশ কিছুজন তাঁকে ছেলেধরা বলেও বহুবার সন্দেহ করে। এই মানসিক ভারসাম্যহীন মানুষটি কারো বাড়িতে গেলে কখনও খাবার পেতো, কোথাও আবার পেতো না। মালদার এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা খবর পেয়ে এসে তাঁকে উদ্ধার করে। এবং তার কাছ থেকে তার বাড়ি সম্পর্কে জানতে পারে। তারপর হবিবপুর থানার সহযোগিতায় তার পরিবারের হাতে সঠিক তথ্যের ভিত্তিতে তুলে দেওয়া হয় । পরিবার সূএের খবর, দীপাবলির রাত থেকেই নিখোঁজ ছিল তাদের পরিবারের এই সদস্য অখিলেখ বাবু|





Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের