ছয় দফার দাবিতে বামেদের মহা মিছিল
বলোরাম বোস, পানিহাটিঃ পানিহাটি বামফ্রন্টের ডাকে ছয় দফার দাবিতে মহা মিছিলের ডাক দিয়েছিল পানিহাটি বামফ্রন্ট । এই ছয় দফা দাবির মধ্যে ছিল - 
*৭৫০০ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দিতে হবে 
*৩৫ কেজি চাল ,গম প্রত্যেক মানুষকে দিতে হবে 
*তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে 
*ভাষণ নয় , রেশন চাই 
*পানিহাটি পৌর অঞ্চলে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও  প্রতিবন্ধীদের ভাতা থেকে ৫হাজার মানুষকে বঞ্চিত করা যাবেনা 
*অবিলম্বে পানিহাটি শ্মশান যা গত মে মাস থেকে বন্ধ হয়ে আছে সেই বৈদ্যুতিক চুল্লিকে অবিলম্বে চালু করতে হবে 
- এই দাবি নিয়ে আজকের এই মহা মিছিলের ডাক দিয়েছিল পানিহাটি বামফ্রন্ট । এই মিছিল শুরু হবার কথা ছিল সোদপুর অমরাবতী মাঠ থেকে সোদপুর বিটি রোড ট্রাফিক মোড়ে পর্যন্ত। কিন্তু পুলিশের বাধায় সেই মিছিল অমরাবতী মাঠ থেকে শুরু করে দেবেশ মুখার্জী রোড অমরাবতী দিয়ে কিছুটা যাওয়ার পরেই স্কুল রোড পর্যন্ত হয়। সেখানে আচমকাই ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিরাট পুলিশ বাহিনী সেই মিছিলকে আটকে দেয় । মিছিল বন্ধ করে দেওয়ার কথাও বলেন। আর তার জেরেই সেখানেই ধিক্কার এবং প্রতিবাদ সভা সংক্ষিপ্তভাবে হয় । খড়দহ থানা এবং ঘোলা থানার সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিরাট পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করে সেই মিছিলকে আটকে দেওয়া হয় । পুলিশের পক্ষ থেকে জানানো হয় গত ১ তারিখে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তি জারি করেছেন, যেকোন মিছিল মিটিং করা যাবে না তার জন্যই পুলিশ এই মিছিল আটকে দিতে বাধ্য হয় বলে জানান পুলিশ কর্তৃপক্ষরা । এই মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী , সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লকের জেলা স্তরের নেতা প্রাক্তন কাউন্সিলর স্বপন দাস এবং এসপির রাজ্য স্তরের নেতা প্রাক্তন পানিহাটি পৌরসভা উপ পৌর প্রধান পঙ্কজ দাস সহ পানিহাটি তিনটে এরিয়া কমিটির সম্পাদকরা অদ্বৈত পাল কিশোর বিশ্বাস এবং মানস সেনগুপ্ত বামফ্রন্টের ছাত্র-যুব মহিলা সহ কর্মী-সমর্থকরা । বৃষ্টিকে উপেক্ষা করেও তার মধ্যেও এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে প্রতিবাদ সভার মধ্য দিয়ে ঘোষণা করা হয় যে, আগামী সাতদিন ধরে প্রতিটি ওয়ার্ডের প্রতিটি পাড়ায় বিক্ষোভ সভা এবং প্রতিবাদ মিছিল সংঘটিত করা হবে পুলিশের এই জুলুমের প্রতিবাদে এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে করোনা ভাইরাসে লকডাউন ব্যর্থ এবং আমফান ঝড়ে রাজ্য সরকার যে ব্যর্থ তার বিরুদ্ধে সাধারণ মানুষ তাদের প্রতিবাদ করতে না পারে এবং প্রতিরোধের কন্ঠ চেপে ধরার চক্রান্তের বিরুদ্ধে বামপন্থী দলগুলি সহ জাতীয় কংগ্রেসকে সাথে নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন এবং লড়াই-সংগ্রাম গড়ে তোলা হবে।  

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের