ইন্দিরা গান্ধীর ৪০ তম প্রয়াণ দিবস পালন

 

সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়া: রক্তে মাখা ৩১শে অক্টোবর। এই দিনেই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রয়াত হন। তার বন্ধুকের গুলিতে গোটা শরীর ঝাঁঝরা হয়ে যায় এই দিনেই। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪০ তম প্রয়াণ দিবস  উদযাপন করা হয়। 


১৯৬৬ সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বচিত হন৷ ১৯৭১ সালে সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে ইন্দিরা গান্ধী দ্বিতীয় বারের মত প্রধানমন্ত্রী হিসেবে  নির্বাচিত হন ৷ তার অদম্য সাহসিকতায় এবং তার লড়াকু শক্তিতে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসে দেশ শাসন করেছেন। তার ৪০ তম প্রয়াণ দিবসকে সামনে রেখে বেলঘরিয়া হিন্দুস্থান মিল গেটের সামনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। কংগ্রেস নেতা সোমনাথ সরকারের তত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদান করে তার অবদান এবং ভূমিকা নিয়ে বিশেষ বক্তব্য পেশ করেন উপস্থিত অতিথিরা। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিউসি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দিব্যেন্দু মিত্র, প্রদেশ কংগ্রেস সম্পাদক কল্লোল মুখার্জি, বিশিষ্ট আইনজীবী অমল মুখোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলা কমিটির কংগ্রেসের সম্পাদক সুব্রত দাস , জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক চন্দ্রগত সাহু সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। 


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো