বই প্রকাশের মাধ্যমে জন্ম ভূমির তর্পণ
সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: পিতৃ পুরুষকে তর্পণ করে সূচনা হয়েছে দেবী পক্ষের। আর এই সূচনা পর্বেই নিজের নিজের সৃষ্টি দিয়ে জন্ম ভূমির তর্পণ করলেন বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পখন্না গ্রামের দুই ভূমিপুত্র কৃষ্ণেন্দু বটব্যাল ও সুজয় ঘোষাল। সাহিত্য প্রতিভা তথা কবি কৃষ্ণেন্দু বটব্যাল রচিত ও শব্দপ্রতিমা প্রকাশনা প্রকাশিত কাব্যগ্রন্থ " অভিলাষার হলুদ খামে ও সাহিত্যিক সুজয় ঘোষাল রচিত " পখন্না গ্রামের ইতিবৃত্ত ও একাল " বই দুটির প্রকাশ হয়। বই প্রকাশের মোড়ক উন্মোচনের মঞ্চে উপস্থিত ছিলেন পখন্না গ্রামের কৃতি সন্তান তথা ভারতীয় সেনাবাহিনীর অবসর প্রাপ্ত কর্ণেল সুহাস ঘোষাল , কবি তরুণ গোস্বামী, বিশিষ্ট সাংবাদিক তথা লালমাটি সংবাদের সম্পাদক প্রদীপ বন্দোপাধ্যায় ,পখন্না পঞ্চায়েতের উপপ্রধান অনুপম গোস্বামী সহ একাধিক বিশিষ্টজনেরা। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রত্যেক বক্তাই পখন্না গ্রামের সংস্কৃতি ও তার চর্চার অতীত ও বর্তমান সময়ের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিতি ছিলো নজর কাড়া। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নের মূল কারিগর ছিলেন পখন্না গ্রামের সংস্কৃতি মনস্ক উদ্যোগী যুবক অনাথ বন্ধু গরাই।
Comments
Post a Comment