রাজভবনে চিকিৎসকদের প্রতিনিধি দল


সঞ্জয় মন্ডল, কলকাতা: গত ১লা জুলাই থেকে ৭ ই জুলাই NEET পরীক্ষা চালুর প্রতিবাদে মেডিকেল সার্ভিস সেন্টার থেকে প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ রাজভবনে রাজ্য পালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র,কলকাতা জেলা সম্পাদক ডাঃ নীলরতন নাইয়া ও কলকাতা জেলা যুগ্ম সম্পাদক ডাঃ চন্দন কুমার শীট। 

   

মেডিকেল সার্ভিস সেন্টার -এর রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র বলেন,"সারা ভারতবর্ষের চিকিৎসকসমাজ, চিকিৎসা পেশার সাথে যুক্ত সর্বস্তরের মানুষ ও শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক নেক্সট চালুর প্রতিবাদে সোচ্চার হয়েছে । আমরা এর সাথে এ কথাও জানিয়ে এসেছি এনএমসি (National Medical Commission) যদি নেক্সট (NExT- National Exit Test) চালু করে তা শুধু ছাত্র স্বার্থ বিরোধী তাই নয় সার্বিকভাবে জনসাধারণের চিকিৎসার মান ও ভীষণভাবে নিম্নগামী হবে। চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা পেশার এই ভয়াবহ ক্ষতি রুখতে আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান।"

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো