বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস


গোপাল দেবনাথ , বেলঘরিয়া: ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অনন্ত কাল ধরেই সন্মান জানানোর প্রচলন আছে। যে ব্যক্তি যে বিষয়ে গুণী তাকে সম্মানিত করে সেই ব্যক্তি বা সংস্থা নিজেরাই সম্মানিত হয়ে থাকে। এমনই এক সংস্থা হলো বলো কলকাতা টিভি পরিবার। গত ১৯ আগস্ট শনিবার কামারহাটি নজরুল মঞ্চে আয়োজন করেছিল তৃতীয় তম বর্ষ বঙ্গ গৌরব উৎসব সন্মান। এদিনের অনুষ্ঠানে বহু গুণী মানুষকে সন্মান জানালো এই সংস্থা। বঙ্গ গৌরব উৎসব এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই বাংলার গুণী সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী মৌসুমী দাস। মৌসুমীর জন্ম অসমে হলেও এই বাংলা তার নিজের জন্মস্থানের চেয়ে কোনো অংশে কম নয়। এই প্রতিবেদক এই সংগীতশিল্পীকে সঙ্গীত জীবনের প্রথম দিন থেকেই খুব ভালোভাবে চেনেন। মৌসুমী র আরেকটি বড় গুন ও অত্যন্ত দয়ালু মনের মানুষ এবং পশুপ্রেমী। পেট ওয়েলনেস সোসাইটি নামে তার একটি স্বেচ্ছাসেবী সংস্থাও আছে। কুকুর ও বিড়ালের প্রতি তার ভালোবাসা দৃষ্টি আকর্ষণ করে। এমনই এক প্রতিভাধর সংগীতশিল্পী মৌসুমী দাস কে সন্মান জানিয়ে বলো কলকাতা টিভি পরিবার সম্মানিত হলেন। এই অনুষ্ঠান মঞ্চেই মৌসুমী অসাধারণ সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের বাহবা কুড়িয়ে নেন। এই উৎসবে হাজির হয়ে ছিলেন বিচিত্রা অনুষ্ঠান সংগঠক ও আয়োজক সকলের প্রিয় তোচন ঘোষ।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ