শুরু হয়ে গেল দ্বিভাষিক সিনেমা ক্যারাটের শ্যুটিং
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে রাখী পূর্ণিমার পুণ্যলগ্নে দ্বিভাষিক সিনেমা বাংলা ও হিন্দি "ক্যারাটে" এর শুভ মহরত অনুষ্ঠিত হলো। শিব ঠাকুরের সামনেই মহরত এর পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজানুষ্ঠানের পরেই ক্রীড়াবিদ অভিনেতা প্রযোজক ও পরিচালক অশোকরাজ হাত দিয়ে নারকেল ফাটিয়ে উপস্থিত সকলকে চমক লাগিয়ে দেন। যিনি নিজে এর আগে একাধিক বাংলা ও হিন্দি সিনেমার অভিনয় করেছেন। মহরত এর পরবর্তী পর্যায়ে শারীরিক কসরৎ এর পরে কেক কাটিং অনুষ্ঠানের মধ্যদিয়ে শুভ মহরত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পরিচালক। এদিনের অনুষ্ঠানে অভিনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অশোকরাজ, বিশিষ্ট সাংবাদিক ও অভিনেতা গোপাল দেবনাথ, শিশুশিল্পী আমিশা, আয়েশা, প্রত্যুশা, পিয়াসা, অমর, বরুন দাস, দৈপায়ন চক্রবর্তী, বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশনের সম্পাদক জহর দাস।
Comments
Post a Comment