বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

 


সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়া: নকল কাগজ দেখিয়ে OLX নামে এক অনলাইন অ্যাপের মাধ্যমে বিক্রি করা মোটরবাইক উদ্বার করলো বেলঘরিয়া থানার পুলিশ। অভিযোগ পেয়ে বেলঘরিয়া থানার তদন্তকারী অফিসার তদন্ত করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে ঘুরে উদ্বার করেছে বেআইনি ৭টি স্কুটি। জানা যায় যে , যিনি অভিযোগকারী ও অন্য যারা ভুক্তভোগী তারা সকলেই olx অ্যাপের মাধ্যমে একজন অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে স্কুটি গুলো কেনেন। আর সেই স্কুটির কাগজপত্র সবই নকল ছিল। ইতিমধ্যে বেলঘরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে এই ঘটনায় অভিযুক্তকে। এখনো তদন্ত প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কি না সেই সমস্ত বিষয়েও তদারকি করছেন বেলঘরিয়া থানার পুলিশ। 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো