রিষড়ায় লেভেল ক্রসিং এ রেডি মিস্কার ট্রাক
রাকেশ চক্রবর্তী, রিষড়াঃ রিষড়ায় লেভেল ক্রসিং এ একটি রেডিমিস্কার ট্রাক আটকে পড়ে বন্ধ হলো ট্রেন চলাচল প্রক্রিয়া। যান্ত্রিক গোলযোগের জেরে রেললাইন পার করতে গিয়েই মাঝ পথে বিকল হয়ে পড়ে রেডিমিস্কার ট্রাক । তার জেরে বন্ধ করে দেওয় হয় হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন চলাচল।
রেল সুত্রে জানা যায় গেট পার হবার সময় একটি রেডি মিস্কার ট্রাক খারাপ হয়ে যায়। ফলে বন্ধ করা হয় হাওড়া বর্ধমান শাখায় ট্রেন চলাচল। রিষড়া পৌরসভার জলের ট্যাঙ্ক তৈরীর জন্য ঢালাই সামগ্রী নিয়ে যাচ্ছিল গাড়িটি। রেল গেটের মাঝে ট্রাকটি খারাপ হওয়ার খবর পেয়ে পুরসভার কর্মীরা তৎপর ঘটনাস্থলে পৌছে যান ৷ দির্ঘক্ষন ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের ৷পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে উপস্থিত হন রেলপুলিশ এবং রেলের কর্তা ব্যাক্তিরা ৷
Comments
Post a Comment