ইয়াসের আঘাতে শান্তি দিতে উপস্থিত বড়িশা শান্তিসংঘ সঙ্গে উজান
সমীরণ দাস, কলকাতা: ইয়াস চলে গেছে কিন্তু তার দেওয়া আঘাত বুকে নিয়ে বাঁচছে দক্ষিণ ২৪পরগনার বিস্তীর্ণ অঞ্চল। খাদ্যহীন, জীবিকাহীন মানুষ জন একটু শান্তির জন্য আজ প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংঘঠন গুলির মুখের দিকে তাকিয়ে । গোসবা, ক্যানিং সহ সুন্দবনসংলগ্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন বিভিন্ন ক্লাব ও সংঘঠন। ৫ই জুন বড়িশা শান্তি সংঘ এবং উজান তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে উপস্থিত হয়ে ছিলেন সুন্দবনসংলগ্ন একটি গ্রামে। পানীয় জল,মাস্ক, স্যানিটাইজার সমেত বেশ কিছু শুকনো খাবার তুলে দিলেন গ্রামবাসীদের হাতে। দুহাত ভরে আশীর্বাদ পেলেন বিধস্ত গ্রামবাসীদের কাছ থেকে গৌরব, রানা, সুমিত, অভিজিৎ, যুবিনরা । এই অসময়ে একটু শান্তির মুহুর্ত তুলে দিলেন বড়িশা শান্তিসংঘ এবং উজান।
Comments
Post a Comment