বিধায়ক পরেশ পালের উদ্যোগে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

গোপাল দেবনাথ, কলকাতাঃ বেলেঘাটার বিধায়ক পরেশ পালের উদ্যোগে ৫০০০ দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। বেলেঘাটার বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আসেন এইদিনের এই কর্মসূচীতে। বহু অসহায় দুস্ত মানুষদের কিছুটা সাহায্য হবে এতে। এই কর্মসূচী পালনের মধ্যে দিয়ে এলাকার দুস্থ মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । আগামী দিনেও এইভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন উদ্যোক্তা পরেশ পাল। 

গতবছর থেকেই করোনা অতিমারী সাধারণ মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে। লক্ষ লক্ষ মানুষ আজ কর্মহীন হয়ে পথে বসে গেছে । সেই সাথে বহু মানুষেরা তাদের প্রিয়জনদের হারিয়েছে। বছর ঘুরতে না ঘুরতেই করোনার দ্বিতীয় ঢেউ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এখনও চলছে নিয়ন্ত্রিত জীবন যাত্রা। 

বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমাজসেবী পরেশ পাল।  সারা বছর ধরেই মানুষের সেবায় নিয়োজিত থাকেন তিনি। ঠিক তেমনই তার কাজের মধ্যে একটা বিরাট চমক থাকে। বিধায়ক পরেশ পালের উদ্যোগে এলাকার দুঃস্থ মানুষের কথা ভেবে গত ১৩ জুন বেলেঘাটা ফুলবাগানে নেতাজী ও গান্ধী মূর্তির পাদদেশে ৫০০০ জন দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দিলেন। একসাথে এতজন মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার ঘটনা মানুষের মধ্যে বিশেষভাবে সারা জাগিয়েছে। এইদিনের এই কর্মসূচীতে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা ডাঃ আলোক দাস, পুরসভার কো অর্ডিনেটর জীবন সাহা, পবিত্র বিশ্বাস, আশুতোষ দাস, জনাব ইকবাল আহমেদ, অলকানন্দা দাস, পাপিয়া ঘোষ বিশ্বাস এবং কার্তিক ঘোষ সহ বিশিষ্টজন।


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো