বিশ্ব পরিবেশ দিবস

 


🌳🌴❄️💧পরিবেশ ☁️⛅️🌏⛰

           

             সন্দীপ চক্রবর্ত্তী 


বিশ্ব ধরিত্রী বিপন্ন  আজ 

শুধু বিপদের  ঢেউ

আমরাও কত বিপদে রয়েছি

বুঝেও বোঝেনা কেউ। 


দেখতে শুনতে মানুষের মতো

আছে কিছু জানোয়ার 

পরিবেশ নিয়ে মাথাব্যথা নেই

করে সব ছারখার। 


অমৃত রস ধারায় সৃষ্ট,

সবুজ এই বনানী

কেটেছেঁটে শুধু শেষ করে ফেলি

 মৃত্যুরে ডেকে আনি।


দূষণ করছি প্রতি পদে পদে

নির্মল এই বায়ু

ক্ষণে ক্ষণে কমছে জীবের 

বাঁচার পরমায়ু ।


জলই জীবন জেনে গেছি তাও

তবু যাই হেলেফেলে

আমরা নাহয় কাটাবো জীবন

খাবে কি তোমার  ছেলে?


ধ্বংসের বীজ নিজেরা বুনেছি 

করে প্লাস্টিক ব্যবহার

মাটি আজ তার ক্ষমতা হারিয়ে 

করে চলে হাহাকার ।


তোমার অসুখে ত্রাহি ত্রাহি রব

কেমনে সারবে তুমি

নিজেদের ভুল নিজে শুধরাও 

পবিত্র করো ভূমি।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো