করিমপুর পান্নাদেবী কলেজের এন সি সি ইউনিট 9/2 এর উদ্যোগে আন্তর্জাতীক যোগা দিবস পালন

 অনিন্দিতা চক্রবর্তী, করিমপুরঃ একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল রাজ্যের বিভিন্ন প্রান্তে । করোনা অতি মারি পরিস্থিতিতে নিজেদের সুস্থ রাখা টা খুব জরুরী , যা বর্তমানে সম্ভব হচ্ছে যোগা ব্যায়াম এর মাধ্যমে। এই পরিস্থিতিতে নিজেদের সুস্থ রাখার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে যোগা ব্যায়াম। করোনা পরিস্থিতির কারণে কোথাও ভার্চুয়ালি পালিত হয় আবার কোথাও একসাথে গোনা কয়েকজন ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় যোগা দিবসের বিশেষ নিবেদন। তেমনি সমস্ত রকমের করোনা বিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে করিমপুর পান্নাদেবী কলেজের এন সি সি ইউনিট 9/2 এর উদ্যোগে এই দিন পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস ।করিমপুর পান্না দেবী কলেজেই পালিত হল এই দিনে এই অনুষ্ঠান অনেকেই এখানে অংশগ্রহণ করেছেন।এই অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার মাধবেন্দ্র মন্ডল। 

সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী চলে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সূচনা করেন ভারপ্রাপ্ত আধিকারিক অধ্যক্ষ শ্রী কৌস্তব ভট্টাচার্য এখানে উপস্থিত ছিল ৪৩ এনসিসি ক্যাডেট। এই অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন সুজিত কুমার বিশ্বাস।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ