সংকল্প ফাউন্ডেশনের মানবিক প্রয়াস, রিক্সা চালকদের খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুরঃ মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার ৯০ জন রিক্সা চালককে মহামারির সময়ে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় পটনাবাজার অন্তর্গত পার্কের মাঠে। প্রত্যেক রিক্সা চালক ভাই রিক্সা নিয়ে উপস্থিত হযে ছিলেন। বর্তমানে পরিস্থিতিতে রাস্তাতে লোক জন কম থাকার জন্য রিক্সা চালক ভাইয়েদের আয় কমেছে। তাই সংকল্প ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ তাদের মুখে আনন্দ ভরিয়ে দিয়েছে। ফাউন্ডেশন এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ, সাফাই কর্মী এবং অনাথদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। এটি একটি ফাউন্ডেশনের অন্যতম উদ্যোগ। উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ, প্রতিষ্ঠাতা পিন্টু সাউ ও ড: শান্তনু পাণ্ডা । সদস্য রাকেশ দাস, অনিশ সাউ, প্রতিমা রানা, মুনমুন ঘোষ, নিলঞ্জ্না সাউ, মণ্টু সাউ, ড. বিদ্যুৎ ভট্টাচার্য, অপর্না দাস, রত্না দে, নরোত্তম দে। এছাড়া বিজয় দাস, বাবুদে, অমরনাথ বিদ। সমাজে যারা মানুষ কে পরিসেবা দেন তাদের পাশে সংকল্প ফাউন্ডেশন সব সময় আছে ও থাকবে।
Comments
Post a Comment