নব বিদ্যুৎ সংযোগ প্রদান শিবির

কল্যাণ দত্ত , বর্ধমানঃ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড খন্ডঘোষ কাস্টমার কেয়ার সেন্টার এর পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা মেলা অনুষ্ঠিত হল রায়নার দুই ব্লকের উচালনের পুষ্পডাঙা এলাকায়। এই গ্রাহক পরিষেবা মেলা থেকে তৎক্ষণাৎ প্রায় ৪১ টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় । উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, ডিভিশনাল ম্যানেজার বর্ধমান সাউথ ডিভিশন সোহেল হাসান এবং স্টেশন ম্যানেজার খণ্ডঘোষ জ্যোতির্ময় চক্রবর্তী সহ অন্যান্যরা।

বর্ধমান সাউথ ডিভিশনের পক্ষ থেকে এবং সেহারাবাজার ইলেক্ট্রিসিটি অফিস এর কর্মীরা পুস্পডাঙা গ্রামে এসে দেখেন এই গ্রামে অনেক সদস্য আছেন যারা অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ করে ছিলেন তাই কর্মীরা এসে  তাদের বোঝান ও বলেন বৈধ ভাবে বিদ্যুৎ নেওয়ার জন্য  এবং তারা খুব ভালো সাড়াও দেন। তাই  পুষ্পডাঙা গ্রামে ৪১ টি বাড়িতে মিটার দেওয়া হয় এবং ২৪ টি পোলের সংযোগ দেওয়া হয়। এর পর মিটার এ যা বিল উঠবে সেই মতো বিল দেবেন গ্রামবাসীরা এটাই আশা করছেন কর্মীরা। 

পুষ্পডাঙা  গ্রামের বাসিন্দা নিখিল মাঝি জানান, এর আগে ভয়ে ভয়ে তাদের বিদ্যুৎ ব্যবহার করতে হতো। কিন্তু এখন আর ভয়ে থাকতে হবে না। ইলেক্ট্রিসিটি বোর্ড WBCD সেলের পক্ষ থেকে জানানো হয় মিটার সকলেই পাবেন এবং তার জন্য যে ন্যায্য মূল্য তাই নেওয়া হবে। উচালন যুব সংগঠন এর তৃণমূল কর্মী গোবিন্দ ঘোষ ও জাফর বাবু এবং সদস্য সুশান্ত বিশ্বাস জানান, তারা সকলেই গ্রামবাসী দের পাশে আছেন।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের