রাজ্যে বিধিনিষেধের মেয়াদ বাড়ালো রাজ্য

 

নিজস্ব প্রতিবেদন,  নবান্নঃ

১৬ মে থেকে বিধিনিষেধ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল  রাজ্য। 

*২৫ শতাংশ কর্মীদের উপস্থিতি নিয়ে সমস্ত সরকারি অফিস চলবে

*বেসরকারি অফিস ১০টা থেকে -৪ টে পর্যন্ত খোলা থাকবে

*২৫ শতাংশ কর্মী উপস্থিতি থাকতে পারেন বেসরকারি অফিসে

*অফিসের কর্মীদের জন্য পরিবহণের ব্যবস্থা করবে অফিস। সেক্ষেত্রে ই-পাসের ব্যবস্থা থাকবে।

*প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে

*টিকার দুটো ডোজ সম্পূর্ণ হলে তবেই ঢোকা যাবে পার্কে

*বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত

*অন্যান্য দোকান খোলা থাকবে ১১টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত

*রেস্তরা-বার, শপিং মল বা হোটেল খোলা থাকবে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত

*শপিং মল ১১-৬টা পর্যন্ত খোলা থাকবে

*২৫ শতাংশের বেশি কর্মী হাজির থাকতে পারবেন না শপিং মলে।  

*একসঙ্গে সর্বাধিক ঢুকতে পারবেন ৩০ শতাংশ ক্রেতা

*স্টেডিয়ামে খেলা হতে পারে। তবে দর্শক থাকতে পারবেন না।

*শুটিং ইউনিটে ৫০ জন সদস্য হাজির থাকতে পারবেন। প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ হতে হবে

*স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ

*লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা বন্ধ। বন্ধ বাস পরিষেবাও

*জরুরি পরিষেবা ছাড়া ট্যাক্সি, অটো বন্ধ

*সামাজিক-রাজনৈতিক জমায়েত বন্ধ

*সিনেমা হল, বিউটি পার্লার, স্পা বন্ধ

*বিয়েতে সর্বাধিক ৫০ জন হাজির থাকতে পারবেন

*শেষকৃত্যে সর্বাধিক ২০ জনের বেশি লোকের অনুমতি নয়

*ব্যাংক ১০টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা

*রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কোনও গাড়ি চলবে না। 

*জরুরি কাজ ছাড়া বাইরে বেরনো যাবে না

- নবান্নে সাংবাদিক সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক