করোনা আক্রান্তদের স্বাভাবিক ছন্দে ফেরানোর অভিনব উদ্যোগ সরকার মডেলিং ও রুপালী মডেলিং এর

বাবলু হাসান লস্কর ,দঃ ২৪ পরগণাঃ করোনা নামক ভাইরাস সংক্রমণে ভারতবর্ষ তথা বিশ্বে এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে ।  করোনা ব্যাধির কারণে লকডাউন, আর এই লকডাউনে করোনা রোগীরা ( কোভিড পজেটিভ) আক্রান্ত রোগীরা  মানসিকভাবে বিপর্যস্ত। এই মুহূর্তে তাদের  ভারাক্রান্ত মনকে আনন্দে ভরিয়ে তুলতে সরকার মডেলিং ও রুপালী মডেলিং এর যৌর্থ উদ্যোগে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাদের এই মুহুর্তের উদ্যোগ। কোভিডে আক্রান্ত রুগির মনে একটু ও  শান্তি ও ভালো বাসার  আশ্বাস যোগাতে বিভিন্ন সেন্টারে  রোগীদের কে একটু স্বস্তি দিতে স্বেচ্ছাশ্রমে এমনই  উদ্যোগ । দিনের পর দিন মানুষের মনে আনন্দ বিনোদনের মূহুর্ত কমে যাচ্ছে । আগের দিন গুলিতে বিশেষ কোন দিন টি কে চড়ুই-ভাতিতে মাতামাতি হতো । আর এই মুহূর্তে তা আর দেখা মিলছেনা । সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার পালা। মানুষিক অসুস্থ  ব্যক্তিদের শারীরিকভাবে সুস্থ করে তুলতে তাদের এই মুহূর্তের পরিকল্পনা। কি ভাবে করোনা পজিটিভ রোগীরা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এই মুহূর্তে তাদের মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা। বিভিন্ন সোশ্যাল সাইটে  বিশেষ করে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানান দিতে চান তাদের এই বার্তা, রোগ কে  ঘৃনা করো- রোগীকে নয়। বিশেষ কোনো কারণে  কোন মানুষ করোনা পজিটিভ হতেই পারে। 

সেবা-শুশ্রূষার মধ্যো দিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তাই আমাদের কাছ থেকে  করোনা পজিটিভ রোগীরা  সম-দূরত্বে থাকলেও তাদের মনের মাঝে প্রেম প্রীতি ভালোবাসা ও শান্তির নীড় স্থাপনে আগ্রহী হতে হবে। পজিটিভ রোগীরা মানসিক ভাবে বিপর্যস্ত ।  যেকোনো মুহূর্তে তাদের বিপদ এবং মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। তাই তাদের মনে আনন্দ দিতে সরকার মডেলিং ও রুপালী  মডেলিংয়ের যৌথ প্রয়াস । বিভিন্ন প্রান্তের কোভিদে আক্রান্ত রুগিদের কে    তারা এই মুহূর্তে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা তাদের  লক্ষ্য  । সাধারণ মানুষদের জন্য এই মুহূর্তের  আনন্দ  বিনোদনের মূহুর্ত কে এলাকার মানুষ সাধুবাদ জানাচ্ছেন । 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো