ফোরাম ফর দুর্গোৎসবের তত্বাবধানে করোনা ভ্যাকসিন প্রদান

সমীরণ দাস: কলকাতা: ভবানীপুর সুদেশ ভবনে ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে এক করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। রাজ্য সরকার এবং এস এস কে এমের (পিজি) তত্বাবধানে অনুষ্ঠিত হলো এই ভ্যাকসিন প্রদান অনু্ঠান। যে সমস্ত পুজাকমিটির সাহায্য আজ বেহালা এবং কসবা জোনের সদস্য সদস্যাদের ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়েছিলো। সুন্দর ব্যবস্থাপনায় সুদেশ  ভবনে সম্পন্ন হলো ভ্যাকসিন প্রদান অনুষ্ঠান। আগামী দুর্গোৎসব সুস্থ এবং সফভাবে সম্পন্ন করতে পূজা কমিটির সদস্যদের সুস্থ রাখার জন্য দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ফোরাম ফর দুর্গোৎসব।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ