ভাতারের ওর গ্রামে পালিত হলো হুল দিবস

কল্যাণ দত্ত , বর্ধমানঃ ভারতের স্বাধীনতা সংগ্রামে হুল দিবস একটি গুরুত্বপূর্ণ দিন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের মুক্তির লক্ষ্যে রুখে দাঁড়িয়ে ছিলেন সিধু কানু ১৮৫৫ সালের ৩০ সে জুন। সিধু- কানুর আত্মবলিদান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এ স্বর্ণাক্ষরে লেখা আছে। বুধবার পূর্ব বর্ধমানের ভাতার বিধান সভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীর সহযোগিতায় ও পণ্ডিত রঘুনাথ মূর্মু আদিবাসী সংগঠনের উদ্যোগে ভাতারের ওর গ্রাম পাওয়ার হাউস মাঠে যথাযথ মর্যাদায় হুল দিবস পালিত হল। 

প্রথমে সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন, ভাতার থানার ওসি প্রণব কুমার বন্দোপাধ্যায় ও ভাতার বিধান সভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, জেলা তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি বাসুদেব যশ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সান্তনু কোনার সহ পণ্ডিত রঘুনাথ মূর্মু ছাত্র সংগঠনের সদস্য বৃন্দরা। এই অনুষ্ঠানে সকল আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়।গুসকরা মহাবিদ্যালয় এর আদিবাসী ছাত্র-ছাত্রী দের অনুরোধে এই হুল দিবস পালন করা হয়। 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো