বিএসফের গুলিতে মৃত্যু গরু পাচারকারীর

নিজস্ব প্রতিবেদন, কোচবিহারঃ বিএসফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের ভোগ্রমাগুড়ি এলাকায়। বিএসএফ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে গরু পাচার করার সময় পাচারকারীদের চ্যালেঞ্জ করেন ১৪০ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। সেই সময় পাচারকারীরা বিএসএফ জওয়ানদের ওপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এক বিএসএফ জওয়ানকে। পাচারকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় বিএসএফ। বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক গরু পাচারকারীরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো