পুরুষতান্ত্রিক সমাজে পুরুষত্বের সুরক্ষার অভাব নিয়ে মতবিরোধ, প্রয়োজন সরকারের হস্তক্ষেপ
বিবেকানন্দ সেনগুপ্তঃ কোনো এক সময় নারীর উপর নির্যাতন করা, নারীকে অবহেলা করা, নারী ধর্ষন সহ নারীদের অসন্মানের প্রবনতা এতোটাই বর্ধিষ্ণু যে বাধ্য হয়ে নারীসুরক্ষার জন্য একটা পৃথক নারী নির্যাতন আইন প্রনয়ন হয়েছিল। কিন্তু বর্তমানে নারীরা সেই আইনকে অপব্যবহার করে পুরুষের উপর খবরদারি করছে ও নির্যাতন চালাচ্ছে, আর তাতে সহযোগিতা করছে নারীবাদীরা ও নারীভোগি লোভী পুরুষ, তাই এই আইন পরিবর্তন করতে হলে আন্দোলন ব্যতীত কোনো পথ নেই। ভারত সরকারী সংস্থা NCRB পরিসংখ্যান অনুযায়ী মামলাগুলির ৮৬% বধূ নির্যাতন মিথ্যা, ৭৩% ধর্ষন মিথ্যা, ৭৪% শ্লীলতাহানির মিথ্যা।
ভারতের বর্তমান আইনী কাঠামোয়, যে কোনো ব্যক্তি যে কোন সময় মিথ্যা ধর্ষন বা শ্লীলতাহানির মামলায় ফেঁসে যেতে পারেন। সে ক্ষেত্রে দেশের আইন, আদালত, সরকার, সংবাদমাধ্যম কেউ তার পাশে দাঁড়ায় না। লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবীতে গর্জে উঠুন সবাই।"এই ভাবেই রুদ্রার লড়াই আগামীদিনেও অব্যাহত থাকবে এবং সরকারের হস্তক্ষেপ একান্ত প্রয়োজনীয়।
https://sothikbarta.wordpress.com/2021/06/13/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/
Comments
Post a Comment