পুরুষতান্ত্রিক সমাজে পুরুষত্বের সুরক্ষার অভাব নিয়ে মতবিরোধ, প্রয়োজন সরকারের হস্তক্ষেপ

বিবেকানন্দ সেনগুপ্তঃ কোনো এক সময় নারীর উপর নির্যাতন করা, নারীকে অবহেলা করা, নারী ধর্ষন সহ নারীদের অসন্মানের প্রবনতা এতোটাই বর্ধিষ্ণু যে বাধ্য হয়ে নারীসুরক্ষার জন্য একটা পৃথক নারী নির্যাতন আইন প্রনয়ন হয়েছিল। কিন্তু বর্তমানে নারীরা সেই আইনকে অপব্যবহার করে পুরুষের উপর খবরদারি করছে ও নির্যাতন চালাচ্ছে, আর তাতে সহযোগিতা করছে নারীবাদীরা ও নারীভোগি লোভী পুরুষ, তাই এই আইন পরিবর্তন করতে হলে আন্দোলন ব্যতীত কোনো পথ নেই। ভারত সরকারী সংস্থা NCRB পরিসংখ্যান অনুযায়ী মামলাগুলির ৮৬% বধূ নির্যাতন মিথ্যা, ৭৩% ধর্ষন মিথ্যা, ৭৪% শ্লীলতাহানির মিথ্যা। 


কর্মক্ষেত্রে যৌন হয়রানির অধিকাংশ অভিযোগ মিথ্যা। প্রতি বছর ভারতে বিবাহিত পুরুষের মধ্যে আত্মহত্যার হার বিবাহিত মহিলাদের তুলনায় প্রায় তিনগুণ বেশী। বাংলায় রুদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি নিশুল্ক ফাউন্ডেশন, যারা ২০১৪ থেকে প্রচুর সামাজিক কাজের সাথে যুক্ত, পীড়িত পুরুষ-নারী নির্বিসারে আইনি সাহায্য তথা মানসিক শক্তি দৃঢ় করতে সাহায্য করে। কলকাতা থেকে হুগলি, ভবানিপুর জেলায় রুদ্রার বিভিন্ন শাখা বিস্তারিত হয়েছে। রুদ্রার লিগাল সেল খুবই শক্তিশালী। কলকাতা হাইকোর্টের বিশিস্ট আইনজীবিরা রুদ্রার লিগাল সেলের যুক্ত। বর্তমানে বিভিন্ন RTI, জনস্বার্থ মামলার মাধ্যেমে রুদ্রার লিগাল সেল এগিয়ে চলেছে। বেশ কিছু মহিলা সদস্য বর্তমানে লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবীতে রুদ্রার হয়ে পথে নেমেছেন। রুদ্রার কমিটিবৃন্দের বক্তব্য " এই কাজ খুব কঠিন, অনেক পুরুষ নারীকে নির্যাতন করে আমাদের কাছে এসে বলে আমি নির্যাতিত হচ্ছি, প্রতি কেস ভালো ভাবে জেনে বুঝে আমরা তার জন্য লড়াই করছি। পুরুষাধিকার আন্দোলন মানে আদৌ নারী বিদ্বেষ নয়, শুধুই ত্যদর নারী / বধূর অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। আইনে যাদের শাস্তির উল্লেখ নেই। এর পাশাপাশি সমাজে লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবীতে গর্জে ওঠা। যারা বিয়ে করে নি, তারা যদি ভাবেন যে আমার কোনো নারী ঘটিত মিথ্যা মামলা খাবার ভয় নেই, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। 

ভারতের বর্তমান আইনী কাঠামোয়, যে কোনো ব্যক্তি যে কোন সময় মিথ্যা ধর্ষন বা শ্লীলতাহানির মামলায় ফেঁসে যেতে পারেন। সে ক্ষেত্রে দেশের আইন, আদালত, সরকার, সংবাদমাধ্যম কেউ তার পাশে দাঁড়ায় না। লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবীতে গর্জে উঠুন সবাই।"এই ভাবেই রুদ্রার লড়াই আগামীদিনেও অব্যাহত থাকবে এবং সরকারের হস্তক্ষেপ একান্ত প্রয়োজনীয়।


https://sothikbarta.wordpress.com/2021/06/13/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো