যোগীরাজ শক্তি কিংকরের স্মরণে মহা সম্মেলন

 


গোপাল দেবনাথ, কলকাতা
: পাইক পাড়া সৃজনী'র আয়োজনে আগামী ৭ আগস্ট রবিবার কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে যোগীরাজ শক্তি কিংকরের স্মরণে সর্ব ধর্ম মহা সম্মেলন 'যত মত তত পথ'। এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় বিধায়ক শ্রী দেবাশীষ কুমার। উপস্থিত থাকবেন সর্ব ধর্মের সাধু মহারাজ সহ আধ্যাত্মিক জগতের প্রধান ব্যক্তিত্বরা। এ ছাড়াও থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজন। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন যোগীরাজ কন্যা ব্রততী ভট্টাচার্য, স্বাগতালক্ষী দাশগুপ্ত এবং অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করা যেতে পারে সমাজের চারিদিকে যে ভাবে খুন জখম মারামারি কাটাকাটি অর্থ নয়ছয় তছরূপ চলছে সেই সময় এই ধরণের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য পাইকপাড়া সৃজনী কে সাধুবাদ জানাতে হয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এই প্রতিবেদকের যোগীরাজ'জী সাথে ৩০ বছর আগেই খুবই কাছ থেকে দেখা ও চেনার সুযোগ হয়েছিল। একজন অতি সাধারণ মানুষ গৃহে থেকে সংসার ধর্ম পালন করেও কি ভাবে মানবের কল্যাণ করা যায় প্রতিনিয়ত সেই চিন্তাই করতেন এবং সেইসাথে মানবের কল্যাণ এ সদা নিয়োজিত থাকতেন। আধ্যাত্মিকতায় বিশ্বাসী এই যোগীরাজ সদাই ঈশ্বরচিন্তা করতেন এবং মা তারা' র একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। জানা যায় তিনি এই দেশ সহ অন্যান্য দেশের সতীপীঠ ও  দর্শন   করেছেন। যোগীরাজ'জী র কাছে যিনি একবার পৌঁছতে পেরেছেন তিনি তার ভক্ত হয়ে গেছেন। নির্লোভ যোগীরাজ শক্তি কিংকরের ভক্ত ও শিষ্যের সংখ্যা নেহাত কম নয়। দেশ সহ বিশ্বের নানা প্রান্তে তারা রয়েছেন। অনুষ্ঠান আয়োজকদের পক্ষে যোগীরাজ কন্যা ব্রততী ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো