NIFT পোশাক শিল্পে জাতীয় পরিমাপ সমীক্ষা



গোপাল দেবনাথ, কলকাতা: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি সমীক্ষার ভিত্তিতে প্রথম পোশাকের একটি পরিমাপ তালিকা তৈরি করেছে গ্রাহক স্বার্থে। ফলে ভারতীয় নাগরিকের পোশাক সঠিক পরিমাপে তৈরি সম্ভব হবে। একটি ত্রিমাত্রিক বিজ্ঞাননির্ভর সমীক্ষার মাধ্যমে লিঙ্গ, এলাকা ও বয়সের ওপর ভিত্তি করে প্রথম পর্যায়ে ১৫ থেকে ৬৫ ও তার বেশি বয়স্কদের জন্য একটি নির্দিষ্ট পরিমাপ ও দ্বিতীয় পর্যায়ে ছোটদের জন্য একটি নির্দিষ্ট পরিমাপের তালিকা তৈরি হবে। এর জন্য প্রয়োজনীয় প্রতি স্ক্যানিং এ লাগবে ১৫ মিনিট।

দেশের ছয়টি রাজ্যের ছয়টি শহরের প্রায় ২৫ হাজার ১৫ থেকে ৬৫ বছর বয়সী নাগরিকদের ত্রিমাত্রিক স্ক্যানিং পদ্ধতিতে একটি সাধারণ পরিমাপের সমীক্ষায় ভারতীয় জনসংখ্যার একটি নির্দিষ্ট পরিমাপ করা সম্ভব হয়েছে। এই সমীক্ষার শুরু ২০২১ সালের জুলাই থেকে। সমীক্ষাটি বাস্তবায়ন হয়েছে ডিজাইন স্মিথ প্রাইভেট লিমিটেডের সহযোগিতায়। এই প্রকল্পের সহযোগী সংস্থার পক্ষে নুপুর আনন্দ বলেন, নির্দিষ্ট সাধারণ পরিমাপের সমীক্ষা হয়েছে উত্তর ভারতে নিউ দিল্লি শহরে, পশ্চিম ভারতে মুম্বাই শহরে, দক্ষিণ ভারতে চেন্নাই ও পূর্ব ভারতের কলকাতা শহরে। পরবর্তী সমীক্ষা উত্তর পূর্ব ভারতের শিলং শহরে অনুষ্ঠিত হবে।


তিনি আরও জানান, ব্রিটেন ও আমেরিকার নাগরিকের দৈহিক পরিমাপকে নির্দিষ্ট পরিমাপ ধরে বিখ্যাত পোশাক নির্মাণকারী সংস্থা পোশাক নির্মাণ করেন। যা ভারতীয় নাগরিকদের দেহের গড় পরিমাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ভারতীয় ক্রেতারা দৈহিক পরিমাপের সঙ্গে সঙ্গতিপূর্ণ পোশাক থেকে বঞ্চিত হন। কিন্তু পোশাক শুধু লজ্জা নিবারণের বস্তু নয়, পোশাক আধুনিক মনন ও ব্যক্তিত্বের সহায়ক। তাই এন আই এফ টি ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের প্রকল্পের অনুসারী হিসেবে একটি তথ্যপঞ্জী সংগ্রহের কাজে ব্রতী হয়েছে।

এন আই এফ টির অন্যতম পরিচালক ভি ললিতালক্ষী সংস্থার পক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান, আমরা গর্বিত এই জনস্বার্থে গঠিত প্রকল্পে নিজেদের যুক্ত করতে পেরে। পর্যায় ক্রমে আমরা সুষ্ঠ পরিকল্পনা মত ভারতীয় নাগরিকের দৈহিক পরিমাপ নির্ভর একটি তথ্যপঞ্জী নির্মাণের শেষ পর্যায়ে পৌঁছেছি সাফল্যের সঙ্গে।

এন আই এফ টির আরেক পরিচালক শান্তমমানু বলেন, করোনা আবহের নেতিবাচক পরিস্থিতিতে এক সুদীর্ঘ কর্মযজ্ঞের ভিত্তিতে সম্পূর্ণ ত্রিমাত্রিক বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্যের দেশজ নাগরিকদের দৈহিক পরিমাপের একটি সমীক্ষা সাফল্যের সঙ্গে সংগঠিত করেছি। ভারতীয় পোশাকের এক বিশাল বাজার আছে। কিন্তু বস্ত্র নির্মাণকারী সংস্থাগুলির কাছে নির্দিষ্ট কোনও পরিমাপের অস্তিত্ব ছিল না। তাই ক্রেতারা বিভিন্ন বিখ্যাত পোশাক নির্মাণকারী সংস্থার পোশাকের নির্দিষ্ট পরিমাপ পান না। ফলে পোশাকের সঙ্গে দৈহিক পরিমাপের সামঞ্জস্য রক্ষা সম্ভব হয় না। সেই অস্বস্তি থেকে মুক্তি দিতে গ্রাহকের ক্রেতা অধিকারের স্বীকৃতি দিতেই এই পরিকল্পনা গৃহীত হয়। পাশাপাশি চলতি বছরের শেষে এই প্রকল্প সম্পূর্ণ হলে ক্রেতাদের সঙ্গে পোশাক নির্মাণকারী সংস্থা গুলিও পরিমাপ বিষয়ে একটি সুনির্দিষ্ট দিশা পাবেন। সুতরাং ক্রেতা বিক্রেতার পরিমাপজনিত সমস্যা সমাধানে দেশের পোশাক শিল্পেও এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো