'চোর ধরো জেল ভরো'- সিপিএমের প্রতিবাদ মিছিল
বলোরাম বোস, বরানগর: যতই করো হুশিয়ারি। পরোয়া করি না। ভয় পাই না। আর এই মনোভাব নিয়ে আজ সকালে সিপিআইএম বরানগর ২ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে ফের চোর ধরো জেল ভরো স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। গতকাল সিবিআই এবং ইডির নিরপেক্ষ তদন্তের দাবিতে কামারহাটিতে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল থেকে সিপিএমকে হুমকি দিয়েছিলেন যেন,চোর ধরো জেল ভরো এই স্লোগান না দেওয়া হয়। কিন্তু রাত পেরোতেই সিপিএম বরানগর ২ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত প্রতিবাদ মিছিল থেকে এই চোর ধরো জেল ভরো স্লোগানকে তোলা হয়।
রাজ্যে যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে টাকা - সোনা - সম্পত্তি উদ্ধার হচ্ছে। সিবিআই এবং ইডির তদন্তে উঠে আসছে একের পর দুর্নীতির কথা । আর এই সমস্ত বিষয়েই প্রতিবাদ জানিয়ে আজ সকালে আয়োজন করা হয় এই মিছিলের। মিছিল সংঘটিত হয় বিটি রোড টপিন রোড মোড় থেকে গোপাল রোড এবং টপিন রোড সংযোগ স্থলে শেষ হয় । এই মিছিলে উপস্থিত ছিলেন কিশোর গাঙ্গুলী, শানু রায় সহ সিপিএমের নেতৃত্ব কর্মী সমর্থক এবং ছাত্র যুব মহিলারা।
Comments
Post a Comment