শুভ উদ্বোধন হতে চলেছে প্রিন্স ইনোভেশন বাইক শোরুমের

 


নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদ: ধামাকা অফার নিয়ে শুভ উদ্বোধন হয়ে গেলো প্রিন্স ইনোভেশন নামে ইলেকট্রনিক মোটর বাইক শোরুমের। মুর্শিদাবাদ জেলার ডোমকলে পুরাতন বিডিও মোড় কলেজ রোডে অবস্থিত এই শোরুমে এলে মিলবে আকর্ষণীয় নানা রকমের নতুন প্রযুক্তির ইলেকট্রনিক মোটর বাইক । এখানে এলে অজন্তা অরিভা, ই ওয়েন্ট, মুডিট কর্পোরেশন কোম্পানির আধুনিক প্রযুক্তির নানা ধরনের বৈদ্যুতিক মোটর বাইক রয়েছে । প্রিন্স ইনোভেশন পুজো উপলক্ষে নিয়ে এসেছে আকর্ষণীয় অফারও । প্রতিটি গাড়ির কেনাকাটায় থাকছে ক্রেতাদের জন্যে ৩০০০ টাকা পর্যন্ত ছাড়ও। 



অতি শীঘ্রই ডোমকলে পুরাতন বিডিও মোড় কলেজ রোডের ধারে অবস্থিত এই গাড়ির শোরুমটি উদ্বোধন হতে চলেছে। ডোমকল থানার আইসি জ্যোতির্ময় বাগচী আগামী ২রা সেপ্টেম্বর প্রিন্স ইনোভেশন নামে এই শোরুমের যাত্রা পথের শুভ আরম্ভ করবেন। মুর্শিদাবাদ জেলা জুড়ে বহু গাড়ির শোরুম থাকলেও ডোমকলে অবস্থিত এই শোরুমে এলে মিলবে অত্যাধুনিক প্রযুক্তির নানা রকম বৈদ্যুতিক গাড়ি। আর একই ছাদের তলায় পাওয়া যাবে নিজের পছন্দের রঙ দিয়ে সাজানো গাড়ি । তাও আবার একদম নিজের সামর্থ্যের মধ্যে। সাথে থাকছে আকর্ষণীয় কেনাকাটায় ছাড়ও।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো