বিজেপি সর্বসমন্বয়ী ভাবধারায় বিশ্বাসী: জে পি নাড্ডা
২৩ এর নির্বাচনে বিজেপির মূল প্রতিপক্ষ সিপিএম; খুমুলুঙের সভায় এসে প্রকাশ্যে জন সন্মুখে জে পি নাড্ডা নিশানা করেন বামেদের। সাড়ে ৪ বছরে রাজ্যে সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বেড়েছে মাথা পিছু গড় আয়। জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
ভারতীয় জনতা পার্টি সর্বসমন্বয়ী ভাবধারায় বিশ্বাসী, সবাইকে পাশে নিয়ে এগিয়ে যাওয়াই BJP-ৱ মুলমন্ত্র। স্বাধীনতার ৭৫ তম বর্ষে প্রথমবার ট্রাইব্যাল রিসার্চ ইনস্টিটিউট কিংবা জনজাতীয় গৌরব দিবসের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বললেন জে পি নাড্ডা ।
Comments
Post a Comment