বিজেপি সর্বসমন্বয়ী ভাবধারায় বিশ্বাসী: জে পি নাড্ডা

 


বাণীব্রত দত্ত, ত্রিপুরা: সোমবার সকালে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন সস্ত্রীক বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।


২৩ এর নির্বাচনে বিজেপির মূল প্রতিপক্ষ সিপিএম; খুমুলুঙের সভায় এসে প্রকাশ্যে জন সন্মুখে জে পি নাড্ডা নিশানা করেন বামেদের। সাড়ে ৪ বছরে রাজ্যে সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বেড়েছে মাথা পিছু গড় আয়। জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 


ভারতীয় জনতা পার্টি সর্বসমন্বয়ী ভাবধারায় বিশ্বাসী, সবাইকে পাশে নিয়ে এগিয়ে যাওয়াই BJP-ৱ মুলমন্ত্র। স্বাধীনতার ৭৫ তম বর্ষে প্রথমবার ট্রাইব্যাল রিসার্চ ইনস্টিটিউট কিংবা জনজাতীয় গৌরব দিবসের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বললেন জে পি নাড্ডা । 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো