উষা উত্থুপকে সম্মান প্রদান

 

  

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: হৃদয়া রোটারি ক্লাব অফ ওল্ড সিটি আয়োজিত এবং খুকুমণি সিন্দুর ও আলতা নিবেদিত প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে এর স্মরণে ই জেড সি সি তে ট্রিবিউট টু কেকে জমজমাট অনুষ্ঠানের মঞ্চে শিল্পী উষা উত্থুপকে সম্মান জানানো হলো।

শিল্পীকে সন্মান জানানোর জন্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানের নিবেদক সংস্থার চেয়ারম্যান প্রদীপ রায় চৌধুরী, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা। অনুষ্ঠানে বিক্রিত টিকিটের অর্থ ব্যয় করা হবে দুঃস্থ শিশুদের হার্ট সার্জারির কাজে। এখনো পর্যন্ত চুয়াল্লিশ জন শিশুর হার্ট সার্জারি সফল ভাবে সম্পন্ন হয়েছে।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ