রিলিফ ওয়েলফেয়ার এম্বুলেন্স কোরের হীরক জয়ন্তীবর্ষ উৎযাপন

 


গোপাল দেবনাথ, কলকাতা: রিলিফ ওয়েলফেয়ার এম্বুলেন্স কোর এর হীরক জয়ন্তী বর্ষের জমজমাট অনুষ্ঠান হলো এ জে সি বোস রোডের আর ডব্লু সি বিল্ডিং নিজস্ব ভবনে। স্বাধীনতার আগে ডাঃ সুবোধ মিত্র এর হাতে প্রতিষ্ঠিত হওয়া এই সংস্থা শুরু হয়েছিল ১৯৪৬ সালে। এই সংস্থার কর্মকান্ডের মূল উদ্দেশ্য হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে সেবা প্রদান করা। মূলত নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা সেইসাথে ত্রাণ সম্পর্কিত সেবা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য এই কথা সাংবাদিকদের জানালেন সংস্থার সভাপতি বিশ্বজিৎ ঘোষ। এই দিনের অনুষ্ঠানে মুখ্যঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন অশোক সুরানা। এ ছাড়াও ছিলেন ডাঃ অমিয় কুমার ভট্টাচার্য, শঙ্কর লাল মুখার্জী, সুরেশ চন্দ্র দত্ত, অমল ব্যানার্জী, সাংবাদিক অনুপ কুমার বর্ধন সহ বিশিষ্টজন। বিশ্বজিৎ বাবু বলেন আমাদের সংস্থা ১৯৪৭ সাল থেকে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে। এ ছাড়াও আমফান এর সময় গঙ্গাসাগরে দীর্ঘদিন ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছিলাম। শুরুর দিকে আমাদের এই সংস্থা আর ডব্লু সি এর চিফ প্যাটরন ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জহরলাল নেহরু এবং জাতির জনক মহাত্মা গান্ধী। এইদিনের অনুষ্ঠানেই রেডক্রস সোসাইটির প্রতিনিধি, লায়ন্স ক্লাবের প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের হাতে স্মারক তুলে দিয়ে সন্মান জানানো হয়। 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ