সিবিআই ইডির বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের
নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুর: তদন্ত হোক নিরপেক্ষ। রাজনৈতিক স্বার্থে সিবিআই, ইডিকে ব্যবহার করা হচ্ছে। আর এর প্রতিবাদে এদিন পথে নেমে প্রতিবাদে সরব হলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও মেদিনীপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
এদিন কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। এক প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান এবং পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
Comments
Post a Comment