মেনে নিতে পারে করোনার তৃতীয় ঢেউ এর পালা

 


**মেনে নিতে পারি মহামারীর তৃতীয় ঢেউয়ের পালা

মেনে নিতে পারি বেকারত্বের জ্বালা ,

মেনে নিতে পারি শিক্ষার অবনতি 

হোক গে সমাজের কোনো ক্ষতি ;

মদ-গাঁজা-ড্রাগ ছাড়া নেই ভাই বাঙালির কোনো গতি।**


- ✍️ সৌগত দত্ত , রাজনৈতিক বিশ্লেষক

করোনা আবহে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান । খোলা আছে বার-রেস্টুরেন্ট থেকে নাইটক্লাব সব । ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে । অনেক নিন্দা -সমালোচনা এবং ট্রোলের ঝড় বইছে নেটদুনিয়ায় । আর তার মাঝেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য , মদ বিক্রিতে নতুন রেকর্ড করেছে রাজ্য । সংবাদমাধ্যমে দেওয়া রাজ্য আবগারি দপ্তরের তথ্য থেকে জানা গেছে বড়োদিন - নিউ ইয়ারের মরশুমে  ৯ দিনে বিক্রি হয়েছে ৬৫০ কোটি টাকার বেশি মদ । অর্থাৎ প্রতিদিন গড়ে ৭০-৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে , যা আগের বছরের বড়োদিন - নিউ ইয়ার এবং এমনকি দুর্গাপূজার মরশুমের রেকোর্ডকেও নাকি ছাড়িয়ে গেছে ‌। যদিও আগের বারের বড়োদিন ও নিউ ইয়ারের মরশুমে কিছুটা কড়া কোভিড বিধিনিষেধ এবং এবারের  লাগামছাড়া উন্মত্ততাকে এর কারণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে । কিন্তু বড়োদিনের প্রায় এক সপ্তাহ আগে , ২০২১ এর ১৮  ডিসেম্বরেই এক জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখিত আবগারি দপ্তরের তথ্য থেকে জানা গেছিল, ২০২০-২০২১ এর আর্থবর্ষে আবগারি দপ্তরের আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার কোটি টাকা এবং তা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অতিক্রম করে দ্রুতবর্ধমান ছিল । আর তার উপরে এই বড়োদিন আর নিউ ইয়ারের মদ বিক্রির সংযোজনে ২০২০-২০২১ আর্থবছরের আবগারি দপ্তরের আয়ের বৃদ্ধির হার,  ২০১৭-২০১৮ অর্থবছরের সর্বোচ্চ আয় বৃদ্ধির হারকেও প্রায় স্পর্শ করে ফেলেছে । 


দিনের পর দিন এভাবেই দেশি মদের দামের হ্রাস পাওয়া , দেশি মদের কিছু জনপ্রিয় ব্রান্ড তৈরি হওয়া এবং রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে ডিস্ট্রিবিউশন চেন তৈরি করার কারণে ক্রমশ যেন আবগারি দপ্তরটাই যেন সরকারের আয়ের মূল উৎস হয়ে দাঁড়িয়েছে । আর এই আবগারি দপ্তরের এই  দ্রুতবর্ধমান আয়ই হল রাজ্যের মানবসম্পদের নৈতিক , সামাজিক এবং মানসিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ , যেগুলোকে রাজ্য সরকার দিনের পর দিন প্রশ্রয় দিয়ে চলেছে । আজ অত্যন্ত লজ্জার সাথে আজ বাংলার যুবকদের মুখে মুখে শুনতে হয় "বাংলার সবথেকে লাভজনক শিল্প হল মদ শিল্প " । 

এদিকে মদ্যপানকে যখন মর্যাদাপূর্ণ সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে তখন অন্যদিকে গাঁজা আর ড্রাগের কারবারিরা মাঝে মাঝে পরে যাচ্ছেন বিপদে । কারণ গাঁজাকে এখনও আইনি স্বীকৃতি দেয়নি সরকার ।রাজ্যজুড়ে  যখন গর্বের সাথে প্রকাশ্যে রমরমা মদ্যপান আর মদের বাজার চলছে , তখন তার সাথে পাল্লা দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলছে গাঁজা আর ড্রাগের পাচার চক্র । গাঁজা আর ড্রাগকে যেহেতু এখনও আইনি বৈধতা দেওয়া হয়নি তাই মাঝে মাঝে হয়তো পাচার চক্রের কারবারিদের একটু পুলিশের কন্ট্রোলে থাকতে হয় । সম্প্রতি এই বড়োদিন আর নিউ ইয়ারের মরশুমে যখন মদ বিক্রিতে নতুন রেকর্ড গড়তে ব্যস্ত পুরো বাংলা , তখন ২৯ শে ডিসেম্বর ভিনরাজ্য ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে গাঁজা পাচার করতে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের হাতে ধরা পরে এক মহিলাসহ পাঁচজন এবং উদ্ধার হয় ২৮ কেজি গাঁজা । সূত্র থেকে জানা গেছে সেখানে কোলাঘাট -সহ এলাকায় রমরমিয়ে গাঁজার ব্যাবসা চলত । অন্যদিকে ঠিক তার দুই দিন আগেই অর্থাৎ ২৭ তারিখে নদিয়ার হাঁসখালি এলাকায় বাড়ির মধ্যে গাঁজা চাষের হদিস পায় পুলিশ এবং ওই একই দিনে দক্ষিণ ২৪ পরগনার ভারত -বাংলাদেশ সীমান্তে একটি বাংলাদেশগামী ভারতীয় ট্রাক থেকে একাধিক নিষিদ্ধ মাদক উদ্ধার করে বিএসেফ জাওয়ানরা । এই ঘটনাগুলোর  আগেও ২০২১ এর ডিসেম্বরের শুরুর দিকে কখনও বসিরহাটে পাচারচক্র থেকে উদ্ধার হয় নিষিদ্ধ তরল মাদক কোডাইন মিক্সচার , কখনও পাঁশকুড়ায় গাঁজা পাচার চক্র থেকে উদ্ধার হয়েছে ৩৮ কেজি গাঁজা , কখনও বা কাঁকাসায় পাচার চক্র থেকে উদ্ধার হয় ৩০ লক্ষ টাকার ব্রাউন সুগার , আবার কখনও বীরভূমের সদাইপুর থানার কচুজোর গ্রামে পল্ট্রি ফার্ম থেকে উদ্ধার হয় দুই কুইন্টাল গাঁজা । যদিও এরকম বিক্ষিপ্ত ঘটনা সাড়াবছর ধরেই প্রতি মাসে অন্তত দুটো-তিনটে করে ঘটতে দেখা যায় , তবুও আজ পর্যন্ত শেষ হয়না এই আন্ডারওয়ার্ল্ডের ড্রাগ পাচার চক্রের রমরমা ।


এতকিছু  দেখার পরেও রাজ্যবাসীর মনে নেই কোনো প্রতিবাদ , নেই কোনো একনিষ্ঠতা ,নেই কোনো দিন পরিবর্তনের ইচ্ছা । নেশার উন্মাদনায়  বাংলা তথা বাংলার মানুষ আজ কোভিড আতঙ্ক , বেকারত্বের জ্বালা , শিক্ষার অবনতি সবকিছুকে উপেক্ষা করে সরকারি ভাতা আর অনুদানের ভরসার ভাত খেয়ে দিনযাপন করছে ।


About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.

Our website:  www.sothikbartaofficial.blogspot.com

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/sothikbarta/

Youtube : https://www.youtube.com/channel/UCSGK...

Twitter: https://twitter.com/SothikBarta







Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো