ওরা উৎসবের সাথে গঙ্গা উৎসব উৎযাপন পানিহাটিতে

বলোরাম বোস, সোদপুরঃ পানিহাটি একতা মঞ্চের উদ্যোগে পি বি হাট রোড অঞ্চলে বিশ্ব শান্তি ও একতা পরিবেশ গঠনের উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়। ওরা উৎসব ও গঙ্গা আরতি উৎসব উৎযাপনে এইদিন সম্পন্ন হয় এই অনুষ্ঠান। ঘুড়ি ওড়ানোর মধ্যে দিয়ে এইদিনের এই মহোৎসবের সূচনা করেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায় । এছাড়াও উপস্থিত ছিলেন বাগবাজার রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গোকুলানন্দজী মহারাজ, পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজা আহমেদ সহ বিশিষ্ট জনেরা।



এইদিনের এই ঘুড়ি ওড়ানোর মহোৎসবের মধ্য দিয়ে একতার বার্তা দিতে চাইছেন উদ্যোক্তারা। তাদের দাবি স্বাধীনতা আন্দোলনের সময় যেভাবে পশ্চিমবঙ্গ অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল ঘুড়ি ওড়ানোর এই মহোৎসবের মধ্যে দিয়ে আবারো দেশজুড়ে একতার বার্তা শুরু হল আজ থেকে।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো