জলের পাইপ লাইনের জন্য রাস্তায় ধস , নির্বিকার প্রশাসন

 

সঞ্জয় মন্ডল , বাঁকুড়া :পানীয় জলের পাইপ লাইন অপরিকল্পিত ভাবে বসানোর ফলে  বড়জোড়া ব্লকের মালিয়াড়া তে মালিয়াড়া - দুর্গাপুর ব্যারেজ ভায়া মেটালী রাস্তার প্রায় ২০০ মিটার ধসে যায়। প্রশাসন নির্বিকার। এই রাস্তা দিয়ে দুর্গাপুরে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন সাইকেল, মোটর সাইকেল, ছোট গাড়িতে যাতায়াত করেন। এর ফলে শিশু থেকে ছাত্র ছাত্রী, গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। অন্যদিকে পানীয় জল সরবরাহ বন্ধ। আজ খবর পেয়ে এলাকায় ছুটে যান  C. P. I. (M) বড়জোড়া এরিয়া সম্পাদক সুজয় চৌধুরী, এরিয়া সদস্য ভারত বন্ধু ব্যানার্জী, সজল খাঁ প্ৰমুখ। সুজয় চৌধুরী বড়জোড়া র বিডিও ও পুলিশ ইন্সপেক্টর, মালিয়াড়া ফাঁড়ির আধিকারিক কে জানান। স্থানীয় বাসিন্দারা আবেদন করেন। পার্টি এরিয়া কমিটির পক্ষ থেকে বিডিও কে জানানো হয় ২৪ ঘন্টার মধ্যে সারাই ও ব্যবস্থা না হলে রাস্তা অবরোধ সহ বৃহত্তর আন্দোলন হবে বলে লিখিত জানান।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো