শিক্ষার জন্য দৌড়, স্বাস্থ্যের জন্য দৌড়
দেবু রায় চৌধুরী, বারাসাত: ক্ষমতায়নের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বারাসতের কিংস্টন এডুকেশনাল ইনিস্টিটিউট । শিক্ষার জন্য দৌড়,স্বাস্থের জন্য দৌড়।২৩ জানুয়ারি '২০২৩ সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত এই পর্বটি পরিচালিত হবে সংস্থার সম্পাদক উমা ভট্টাচার্য ও সভাপতি তপন ভট্টাচার্য দ্বয়ের যৌথ উদ্যোগে।
অনুষ্ঠান প্রাঙ্গণ বারাসত মিলনী সংঘের কলোনী মোড়ের মাঠ।সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠানে ছিলেন টলিউড জগতের সোহিনী সরকার, দেবশ্রী রায়, আবীর চ্যাটার্জি , প্রাক্তন ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদার, প্রাক্তন ফুটবলার দিপেন্দু বিশ্বাস প্রমুখ। একটি সংগৃহীত তহবিল গড়ে তোলা হয়েছে সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের জন্য l
Comments
Post a Comment