পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালন
সঞ্জয় মন্ডল ও দেবনাথ মোদক, বাঁকুড়া: পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন খাতড়া ইউনিট কর্মবিরতি পালন করলো। আজ শুক্রবার বিভিন্ন দাবিতে খাতড়া ইউনিট খাতড়খ মহাকুমা আদালতে কর্মবিরতি পালন করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে ল ক্লার্ক এক্ট অনুযায়ী রাইট টু অ্যাক্ট চালু করা, প্রতিটি আদালতে ও ভূমি সংস্কার দফতরের ল ক্লার্কের বসার ব্যবস্থা করা, সরকারিভাবে ল ক্লার্ক দের জন্য ওয়েলফেয়ার ফান্ড গঠন করা সহ আরো বেশ কয়েক দফা দাবিতে এদিন আদালত চত্বরে ও খাতড়া শহরে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন খাতড়া ইউনিটের সদস্যরা বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে খাতড়া ভূমি সংস্কার দপ্তরে বিভিন্ন দাবিতে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় বলে অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জানানো হয়।
Comments
Post a Comment