পুলিশদের উদ্যোগে রক্তদান শিবির কর্মসূচি পালন
নিজস্ব প্রতিবেদন, মানিকতলা: যারা আইনের রক্ষক। তারা এবার মানবিকতার পরিচয় দিতেন রক্তদান শিবির কর্মসূচি পালনের মধ্য দিয়ে। কলকাতা পুলিশের উদ্যোগে 'উৎসর্গ' নামে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানিকতলা থানায় রক্তদান শিবিরের আয়োজন করে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিসিং উইং। মোট ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন।
রক্তদান কেন্দ্র পরিদর্শনে যান ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট সুবার্বান ডিভিশন) প্রিয়ব্রত রায়, আইপিএস ও ডেপুটি কমিশনার অফ পুলিশ ২ (ইস্ট সুবার্বান ডিভিশন) অরুময় মুখার্জী। তাঁরা সাক্ষাৎ করেন রক্তদাতাদের সঙ্গে এবং তাদের অনুপ্রাণিত করেন। রক্তের চাহিদা মেটাতে এইদিনের এই প্রচেষ্টা অব্যাহত। এইদিন সমস্ত পুুলিশ কর্মীদের কাজের ফাঁকে মানুষের প্রাণ বাাঁচাতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল মানুষেরাও।
Comments
Post a Comment