দীঘা থেকে আর বাড়ীতে ফেরা হলো না আলির

 


সঞ্জয় মন্ডল, বাঁকুড়া :  বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পখন্না গ্রামের ১০জন বন্ধু একটি বোলেরো  গাড়ী করে দীঘায় পিকনিক করার জন্যে রওনা দেয়। দীঘায় সারাদিন আনন্দ করে বোলেরো গাড়ী টি দীঘা থেকে বাঁকুড়ার পখন্না ফিরে আসার জন্য রওনা দেয় গত কাল সন্ধ্যা 6 নাগাদ। রওনা হওয়ার ঘন্টা দেড়েক এর মধ্যেই মেদিনীপুর জেলার বেলদার কাছাকাছি একটি জায়গায় একটি বাঁশ বোঝাই ট্রাক সজোরে এসে ধাক্কা মারে বোলেরো গাড়ী টিকে। ঘটনাস্থলেই মারা যায় বোলেরো থাকা আলি মির্জা।


বোলেরোতে থাকা বাকি ৯ জন অল্প বিস্তর আঘাত পেলেও গুরুতর আহত হয়নি কেউ। প্রত্যেকেই ঘটনাস্থল থেকে নিজেদের বাড়ী ফিরে এসেছে বন্ধু হারানোর বেদনা নিয়ে। গোটা গ্রামেই শোকের ছায়া নেমে এসেছে। আলিও ফিরছে , তবে শববাহী গাড়িতে লাশ হয়ে।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো