আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে সম্পন্ন হল সর্বদলীয় বৈঠক
বানীব্রত দত্ত, ত্রিপুরাঃ মিশন জিরো পোল ভায়লেন্সকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের অন্তর্গত শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য প্রতিনিয়ত কাজকরেযাচ্ছে। বিধানসভা নির্বাচনে যাতে করে কোনো প্রকার অপ্রতিকর ঘটনানাঘটে ও লোকজন যেন উৎসবের মেজাজে ভোটদান করতে পারে তারইপ্রয়াস চালিয়েযাচ্ছে মহকুমা শাসক। যে কোনো সময় বিধানসভা নির্বাচনের ঘোষনা হয়েযেতে পারে। নির্বাচন ঘোষনার পরবর্তী সময় কি কি করনীয় প্রয়োজন। প্রাসন কি কি পদক্ষেপ গ্রহন করবেন তার সম্পর্কে অবগত করারজন্য সোমবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে শান্তির বাজার মহকুমার সব কয়টি দলের নেতৃত্বদের নিয়ে এক আলোচনাসভার আয়োজন করাহয়। আলোচনার মাধ্যমে মহকুমা শাসক নির্বাচনের বিধিনিশেষ সম্পর্কে সকলকে অবগতকরেন। এই আলোচনাসভার মাধ্যমে বিভিন্নদলের নেতৃত্বরা উনাদের বিভিন্নধরনের প্রশ্ন উপস্থাপন করেন। মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য সকলের প্রশ্নের উত্তর প্রদানকরেন। আলোচনা সভা শেষে আজকের এই অনুষ্ঠানের মূল আলোচ্যবিষয় সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান মহকুমা শাসক।
Comments
Post a Comment