Posts

Showing posts from August, 2024

বেলেঘাটা পার্থসারথী মন্দিরে কৃষ্ণসাজা প্রতিযোগিতা

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: বেলেঘাটা সরকার বাজারে শ্রী শ্রী ভগবান পার্থসারথী মন্দির কমিটির পরিচালনায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিনদিনের কর্মসূচি গ্রহণ করেছিল। প্রথমদিন রবিবার স্বাস্থ্য শিবির খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। পার্থসারথী মন্দির এই বছর এই বছর ৮০তম বর্ষে পদার্পন করলো। আজ সোমবার ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বিশ্বের নানা প্রান্তে এই দিন জন্মাষ্টমী পালিত হচ্ছে মহাধুমধামের সাথে।মন্দিরে জন্মাষ্টমীর দিন সারাদিন ধরে চললো পূজার্চনা এবং বিকেলে আয়োজিত হলো কৃষ্ণ সাজা প্রতিযোগিতা। এই বছর কৃষ্ণসাজা প্রতিযোগিতা ৩৫ বছরে পদার্পন করলো। এদিন ৯ মাস বয়সি শিশু থেকে ১০ বছর বয়সি বালক বালিকাদের কৃষ্ণ সাজা প্রতিযোগিতা আয়োজিত হলো মন্দিরের পাশের স্টেজে। ৪০ জন প্রতিযোগীদের নিয়ে হাজির হয়েছিলেন তাদের অভিভাবকরা। ছোট শিশুদের সাজ পোশাক এবং এত সুন্দর ভাবে সাজানো হয়েছিল শিশুদের যা এক কথায় অনবদ্য। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত ঘোষ, দেবাশীষ মিত্র, বিমলেন্দু শেখর মুখার্জী, ক্ষিতি দত্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ কুমার চৌবে। মন্দির কমিটির সম্পাদক অরূপ চক্রবর্তী বলেন আমাদের কাছে সব শিশুই বিজয়ী।...

কৃষ্ণপুরে ঝুলন মহোৎসব ও অশোক ক্ল্যাসিক এন্ড হ্যান্ডস অফ স্টিল

Image
  সায়ন দেবনাথ , কলকাতা: রাধা কৃষ্ণের ঝুলন মহোৎসব সারা বিশ্বের সাথে পালিত হচ্ছে কলকাতার কৃষ্ণপুরে। আয়োজনে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। সেইসাথে ক্লাবের পক্ষ থেকে বিশাল মেলার আয়োজন করা হয়। একদিকে রাধা কৃষ্ণের ঝুলন দর্শনে ভক্তরা মুগ্ধ তার সাথে সুস্বাদু প্রসাদ গ্রহণ। অন্যদিকে মঞ্চে আয়োজিত হলো অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর উদ্যোগে অশোক ক্ল্যাসিক এন্ড হ্যান্ডস অফ স্টিল। আয়োজনে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। এই ক্লাব ১৯৯৪ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছে। এদিন কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ এবং রাষ্ট্রপতির হাত থেকে বীর চক্র পুরস্কারপ্রাপ্ত বিমল কুমার চন্দ কে সম্মানিত করেন ক্লাব সম্পাদক তাপস প্রামানিক। সাথে ছিলেন অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের কর্ণধার বলিউড অভিনেতা ও স্পোর্টস পার্সন অশোকরাজ বারুই। ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন বিশ্বজিৎ মন্ডল, সনাতন মন্ডল এবং বলরাম মন্ডল। সান্ধ্যকালীন অনুষ্ঠানে অশোকরাজ আয়োজন করে শারীরিক কসরৎ- পুশ আপ, স্কোয়াটস, আর্ম রেস্টলিং, বাইসেপ কার্ল, বডি ব...