Posts

Showing posts from March, 2023

রাস্তাশ্রী প্রকল্প নিয়ে সাংবাদিক সন্মেলনে দঃ ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি

Image
  সুমন্ত দাস , বারুইপুর: রাস্তাশ্রী প্রকল্পের সাংবাদিক সন্মেলন করলেন দঃ ২৪পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশীষ চক্রবর্তী।রাজ‍্য সরকারের প্রকল্প রাস্তাশ্রী নিয়ে এ দিন বারুইপুরে দঃ ২৪পরগনা জেলা তৃণমূল  কংগ্রেসের  উদ্যোগে এক সাংবাদিক  সন্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন জেলা সভাপতি  শুভাশীষ চক্রবর্তী, পরিবহন দপ্তরের  রাষ্ট্র মন্ত্রী  দিলীপ মন্ডল, সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম,জেলা জয়হিন্দ বাহিনীর  সভাপতি  পল্লব ঘোষ, ও ডায়মন্ডহারবার যাদবপুরের যুব সভাপতি  সোমনাথ বণিক। এদিন সাংবাদিক সন্মেলনে জেলা সভাপতি  শুভাশীষ চক্রবর্তী  জানান সারা রাজ‍্যের মতো দঃ ২৪ পরগনা জেলা জুড়ে  প্রায়  ১৩০৫ কিমি রাস্তা তৈরী করা হবে। এর পাশাপাশি  পুরাতন রাস্তাগুলিকেও মেরামত করা হবে বলে শুভাশীষ বাবু জানান। এদিন তিনি বক্তব্য  রাখতে গিয়ে কেন্দ্রীয়  সরকারের  তীব্র সমালোচনা করে বলেন রাজ‍্য যে প্রকল্পগুলি ঘোষনা করেছে কেন্দ্র  তার অনেক টাকা বরাদ্দ  কমিয়েছে এবং  অনেক ক্ষেত্রে সেই ...

পথশ্রী প্রকল্প নিয়ে সাংবাদিক বৈঠকে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি

Image
  সুমন্ত  দাস, সুন্দরবন: বাংলা জুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি একটা ইতিহাস তৈরি হল বলে বৃহস্পতিবার মন্দির বাজার এ দাবি করেন সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার। এদিন তিনি মন্দির বাজার তৃণমূলের পার্টি অফিসে সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য পরিকল্পনা বলার জন্যই এই সাংবাদিক সম্মেলন।বাংলা জুড়ে সম্পুর্নরূপে রাজ্য সরকারের অর্থে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এই ১২ হাজার কিলোমিটারের মধ্যে নতুন রাস্তাও রয়েছে যেমন,ঠিক তেমনই রাস্তা সংস্কারের কাজ ও রয়েছে। এটা একটা ইতিহাস রচিত হল বলে মনে করেন জয়দেব হালদার। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চায় বিধায়ক থেকে শুরু করে সমস্ত জেলা নেতৃত্ব। এইদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার,রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার, মগরাহাট পূর্বের বিধায়ীকা নমিতা সা...

প্রকাশিত হলো ডিজাইনার বন্ধনা অ্যান্ড গুপ্তা এবং পঙ্কজ কুমারের বিবাহ কালেকশন

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ভারতে বিবাহ বন্ধন চিরন্তন আনন্দদায়ক একটি অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয় এবং ভারতীয় বিবাহের ফ্যাশন, যে কোনো ফ্যাশান উইকের চেয়ে কম নয়। এই চিন্তা মাথায় রেখে ডিজাইনার বন্দনা এন্ড গুপ্তা (মহিলাদের পোশাক) এবং পঙ্কজ কুমার (পুরুষদের পোশাক) আজ কলকাতার রাজ কুটিরে একটি ফ্যাশন শো আয়োজন করে তাদের গৌরবময় বিবাহ এবং গ্রীষ্মকালীন সংগ্রহ প্রদর্শন করেছেন। এই শো এর ইউ এস পি ছিল পোশাক পরিধানের মডেলরা আর কেউ ছিলেন না ডিজাইনারদের গ্রাহক। এই ফ্যাশন শো টির ডিজাইনার বন্দনা গুপ্তা ডিসাইনারকৌচার এবং পঙ্কজ কুমারের সংস্কৃতি দ্বারা বিবাহের একচেটিয়া মেহেন্দি, সংগীত, হলদি এবং ব্রাইডাল কালেকশন উন্মোচন করে।  প্রখ্যাত বলিউড অভিনেত্রী ভাগ্য শ্রী শো স্টপার হিসেবে রাম্পে হাঁটেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দনা এন্ড গুপ্তা, বন্দনা গুপ্তা ডিজাইনার কাউচার, পংকজ কুমার, সংস্কৃতির মালিক সহ আরো অনেকে। সঠিক ইউরেট করেছেন হাই হোপস এর পরিচালক সৌরভ হরিয়ানভি। শো টির জুয়েলারি পার্টনার ছিলেন জুয়েলারি এস কে হাউস। ফেব্রিক পার্টনার ছিলেন চন্দ্রিমা ফ্যাশন এবং গ্রুমিং ও মেকআপ পার্টনার ভিএলসিসি। ...

নারী শক্তি সম্মান প্রদান করল পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্ট

Image
  শুভ ঘোষ, কলকাতা :- মহিলাদের কর্মপ্রচেষ্টা ও সাফল্যকে উৎসাহিত করার মহান উদ্দেশ্যে আজ এই বছরের 'নারী শক্তি সম্মান'খেতাব প্রদান করল 'পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্ট'। অতীন্দ্র অধর্ব ব্যাঙ্কোয়েট হলে আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি-র বিধায়ক মদন মিত্র। এছাড়াও সম্মানিত অতিথি রূপে হাজির হয়েছিলেন রাজনীতিবিদ সাব্বির আলি, সমাজকর্মী আরিফ নাসির ভট্ট, নেপালের সমাজকর্মী আভা অনুপমা সহ আরো অনেকে। আজকের 'নারী শক্তি সম্মান' অনুষ্ঠানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল আপ টাউন লাউঞ্জ-এর কর্ণধার জাভেদ আখতার, আম্মীজান রেস্তরাঁর কর্ণধার আফজল খাঁ এবং প্রসিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রেতা ল্যাকমে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পিঙ্ক রোজেসএন্টারটেনমেন্টনির্দেশিকা হিনা কৌসর জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান মহিলাদের খুঁজে বার করে তাঁদের কর্মোপযোগী মঞ্চ প্রদান করে জীবন পথে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই কাজ করে চলেছে পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্ট। যে সকল মহিলারা নিজেদের প্রচেষ্টায় সমাজে প্রতি...

গ্রেপ্তার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ার

Image
  নিজস্ব প্রতিবেদন: আসানসোলের কম্বলকাণ্ডে নয়দা থেকে গ্রেপ্তার করা হলো বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। গত বছর ডিসেম্বর মাসে আসানসোলের রামকৃষ্ণডাঙ্গায় আয়োজন করা হয় এক কম্বল বিতরণী অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে তিনজন পদপৃষ্ঠ হয়ে মারা যান এবং আহত হন বহু মানুষ। আর সেই ঘটনার জেরে গতকাল গ্রেপ্তার করা হয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে।

স্মাইল ফাউন্ডেশন

Image
  স্মাইল ফাউন্ডেশন সম্পর্কে ২০০২ সালে প্রতিষ্ঠিত, স্মাইল ফাউন্ডেশন একটি ভারতীয় উন্নয়ন সংস্থা যা বছরে ১৫ লক্ষেরও বেশি শিশু এবং তাদের পরিবারের জীবনকে প্রভাবিত করে। ভারতের ২৫টি রাজ্য জুড়ে ২০০০ এরও বেশি প্রত্যন্ত গ্রাম এবং শহুরে বস্তিতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য আমাদের ৪০০টিরও বেশি প্রকল্প রয়েছে।

এসপি সিনহার বাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা সহ চাকরিপ্রার্থীদের নামের তালিকা

Image
    নিজস্ব প্রতিবেদন, কলকাতা : আবাসনে দেড় কেজি সোনা ও ৫০ লক্ষ টাকা লুকিয়ে রাখা ছিল। সেগুলি বাজেয়াপ্ত করেছে সিবিআই। শুধু তাই নয়, দেড় হাজার চাকরিপ্রার্থীর একটি তালিকাও উদ্ধার করেছেন গোয়েন্দারা। সিবিআই জানতে পারে, সার্ভে পার্ক এলাকায় শান্তিপ্রসাদ সিনহা অন্য একজনের নামে এই ফ্ল্যাটটি কিনে রেখেছিলেন। সেখানেই লুকিয়ে রাখা ছিল এসব। এ নিয়ে নতুন করে শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই।