Posts

Showing posts from March, 2024

শ্যাম বাবার পুজো উৎযাপন

Image
  শুভ ঘোষ, কলকাতা: বসন্ত উৎসবকে কেন্দ্র করে শ্যাম বাবার পুজোর আয়োজন করা হয়।ফাল্গুন মাস মানেই বসন্তের ছোঁয়ায় দোল উৎসব। আর উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এই বছরও নিউ আলিপুর চন্ডীতলায় ফাল্গুন মাসে শ্যামবাবার উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসব বিভিন্ন জায়গায়- জায়গায় পালিত হয়।এই উৎসব কেন্দ্র করে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিলো. আবার সকাল ছয়টা থেকে যাত্রা হবে এই অনুষ্ঠানে হাজার হাজার পুরুষ ও মহিলার সমান ভাবে পথযাত্রা সামিল হবেন।

সপ্তম সমাজকল্যাণ রত্ন সম্মান-২০২৪

Image
  শুভ ঘোষ, কলকাতা: কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম সমাজ কল্যান রত্ন সম্মান-২০২৪,রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার আ্যশোসিয়েশনে পরিচালনায় ও অলোক ফাউন্ডেশনের সহযোগীতায় সম্মান প্রদান অনুষ্ঠানটি হয়।এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন দেবমাল্য বার্নার্জী,অরুনিমা দে, সুভাষ চক্রবর্তী,সংস্থার সভাপতি দেবযানী ঘোষ,সহ-সভাপতি সঞ্জয় তাওয়ার,সম্পাদক অনুপ কুমার বর্ধন,সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ আরো অনেকে। এবারে মোট নয়জনকে সমাজকল্যাণ রত্ন সম্মান প্রদান করা হয়।এর মধ্যে চার জন স্বর্ণপদক প্রাপক।তারা হলেন গোপাল চৌধুরী (বুবুন),দেবযানী ঘোষ,শুভ্রা নায়েক ও আলি আশরর মিঞা (জালাল মিঞা)। তাছাড়া আরো পাচজনকে ট্রফি প্রদান করা হয়।তারা হলেন জ্যোতিষ সম্রাট দেবমাল্য ব্যানার্জী,হাটুবাবা, অন্তরা চক্রবর্তী, শ্রীলেখা চ্যাটার্জী ও পার্থ সারথি রায়।তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী,দেবশ্রী মুখার্জী,রিয়া দাস,আকাশ চ্যাটার্জী,প্রদীপ বড়াল,গোপাল দেবনাথ, গোপীনাথ ধর,অরূপ ওহ,সন্দীপন মান্না,তনুশ্রী ধর সহ আরো অনেকে বিশিষ্ট অতিথিবর্গ। সমস্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্...

প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা

Image
নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর: যারা আইন রক্ষার ক্ষেত্রে সমাজে অন্যতম ভূমিকা পালন করে থাকে তাদের উদ্যোগেই সম্পন্ন হল স্বাস্থ্য পরীক্ষা শিবির কর্মসূচি। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনার অন্তর্গত সমস্ত পুলিশ কর্মী আধিকারিক এবং বিভিন্ন স্তরের থানায় কর্মরত কর্মচারীদের স্বাস্থ্যের দেখভালে উদ্যোগী হলো প্রশাসনেরই আধিকারিকরা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বিনামূল্যে এক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পাল অলোক রাজোরিয়া সহ উচ্চপদস্থ বহু আধিকারিকরা।