আয়রন হ্যান্ড ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশীপ
গোপাল দেবনাথ , কলকাতা: আয়রন হ্যান্ড ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ ২০২৪ আয়োজিত হলো বাগুইআটির সন্তোষ মিত্র স্মৃতি সংঘে। আয়োজনে আর্ম রেস্টলিং এসোসিয়েশন অফ বেঙ্গল এবং অশোক আখড়া এক ব্যায়াম মন্দির। গত ২৬ মে রবিবার রেমেলা ঘূর্ণিঝড়ের দিনে আয়োজিত হয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতা।প্রবল ঘূর্ণিঝড় ও মেঘভাঙা বৃষ্টি কে উপেক্ষা করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসানসোল, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, হুগলি, ডায়মন্ডহারবার, বারাসাত, বনগাঁ, কলকাতা সহ বিভিন্ন শহর থেকে হাজির হয়েছিলেন পুরুষ এবং মহিলা সদস্য মিলিয়ে ৬১জন। অনুষ্ঠানের শুরুতে আয়োজক ক্রীড়াবিদ, প্রযোজক পরিচালক ও বলিউড সিনেমার অভিনেতা অশোক রাজ প্রবল দুর্যোগের মধ্যে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ক্রীড়াবিদ সহ তাদের অভিভাবকদের ধন্যবাদ জানান। প্রথমেই ভারত নাট্যমের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করে সোনালী ঘোষ, দেহ সৌষ্টব প্রদর্শন করেন সৌরদীপ দাস এবং মহেন্দ্র ঠাকুর। এক্রোবেটিক প্রদর্শন করে অভিপ্রীতা হালদার ও আয়েশা রাজ, বলেন্সিং যোগা প্রদর্শন করে আমিশা রাজ। উপস্থিত প্রতিযোগী এবং দর্শকদের সামনে স্বাগত ভাষণ দেন ক্লাব সম্পাদক আশীষ সাহা...