Posts

Showing posts from January, 2025

১১তম বঙ্গ কৃতি সম্মান- ২০২৫

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা:সোমবার কলকাতা প্রেস ক্লাবে বিশাল আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়ে গেল ১১তম বঙ্গ কৃতি সম্মান-২০২৫। রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশান ও অলক ফাউন্ডেশানের পরিচালনায় অনুষ্ঠিত হল। সুনীল ধারার সুমধুর কন্ঠে গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি গায়ক ও অভিনেতা সুনীল ধারা, বিশেষ অতিথি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এসসি, এসটি ও ওবিসি  এ্যামপ্লয়িজ কাউন্সিলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস, সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, সভাপতি দেবযানী ঘোষ, সহঃ সভাপতি সঞ্জয় তাওয়ার, সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহঃ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। শুরুতে সংস্থার পক্ষ থেকে এই বছরের ক্যালেন্ডার প্রকাশিত হয়। তারপর মূল অনুষ্ঠান এর পরবর্তী পর্যায়ে সম্মান প্রদান অনুষ্ঠান শুরু হয়। এবারে মোট ১২ জনকে সম্মানিত করা হয়। তারা হলেন যথাক্রমে দেবযানী ঘোষ , দেবকুমার দে, সুনীল ধারা; মৌসুমী বর্ধন, আনন্দ বিশ্বাস, সংগীতা দাস, বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ, মালবি বসু দাস, শাইলো দে বিশ্বা...

কল্যাণ নগর বিদ্যাপীঠের ৭৫ তম বর্ষপূর্তি পালন

Image
  দীপঙ্কর সমাদ্দার, খরদহ: ১৯৫১ সালে ২রা জানুয়ারি খড়দহ পৌরসভার অন্তর্গত এলাকায় কল্যাননগর জনপদের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঘোষ মাত্র ৫ জন ছাত্র ছাত্রীদের নিয়ে কল্যাননগর বিদ্যাপীঠ স্থাপন করেন। ‌ উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণ নগর বিদ্যাপীঠ এ বছর ৭৫ তম বর্ষে পদার্পণ করল। যেখানে মহাসমারোহে গুণী মানুষদের উপস্থিতিতে এক বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পঁচাত্তরতম বর্ষের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। বিদ্যালয়ের প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক কুলদা প্রসাদ রায় ও প্রবীণ ছাত্রী রেণুকা রায়ের হাত দিয়ে এই দিনের এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঘোষের স্মৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথি এবং বিদ্যালয়ের প্রবীণ ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক বিশেষ মহিমান্বিত করলেন সাংসদ সৌগত রায় সহ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কর্মযোগি দেবেন্দ্রনাথ ঘোষের মেয়েে মিনতি বসু ও পৌত্র দেবদত্ত ঘোষ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র সুকণ্ঠ বনিক এবং খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে অন্যতম একজন প্র...