Posts

Showing posts from May, 2025

ফোর্থ স্টেট আয়রন লিফটিং বডি বিল্ডিং ও ডান্স চ্যাম্পিয়নশিপ ২০২৫

Image
  সায়ন দেবনাথ , কলকাতা: অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে গত ১৮ মে রবিবার বাঙ্গুর কলকাকলি মুক্ত মঞ্চে আয়োজিত হলো ফোর্থ স্টেট আয়রন লিফটিং বডি বিল্ডিং ও ডান্স চ্যাম্পিয়নশিপ। অনুষ্ঠান মঞ্চে বেছে নেওয়া হলো বেঙ্গল কিং এন্ড কুইন। সহায়তায় ওয়েস্ট বেঙ্গল আয়রন লিফটিং এসোসিয়েশন। এই বাংলার হাওড়া হুগলি নদীয়া আসানসোল বর্ধমান উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৭৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন। আয়রন লিফটিং এ স্ট্রং ম্যান এর খেতাব জিতে নেন অমিত ভদ্র। টিম চ্যাম্পিয়ন হয় হালিশহরের ফিটনেস ওয়ার্ল্ড। সব বিভাগ মিলিয়ে বেঙ্গল কিং এর খেতাব জিতে নেয় সুকল্যান কুন্ডু। সব বিভাগ মিলিয়ে বেঙ্গল কুইন এর খেতাব অর্জন করে কুমারী আয়েশা রাজ। বডি বিল্ডিং বিভাগে কিং অফ বেঙ্গল খেতাব জিতে নেয় সৌমেন মুখার্জী। ডান্স কুইন চ্যাম্পিয়নের খেতাব যুগ্মভাবে জিতে নেয় কুমারী বর্ষা বাগ ও মৌমি ঘোষ। অভিজ্ঞ বিচারক মণ্ডলীতে ছিলেন পার্থ চন্দ গৌরাঙ্গ চক্রবর্তী, অনির্বান নন্দী সোমনাথ সরকার সৌজন্য ধর এবং কিশোর দাস। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেব...

বুদ্ধপূর্ণিমায় উৎসব পালন ও বিশ্বশান্তির বার্তা বৌদ্ধ ভিক্ষুর

Image
  শুভ ঘোষ, টালিগঞ্জ: টালিগঞ্জ ম্যুর এভিনিউ বুদ্ধ সমিতির উদ্যোগে বিশ্ব জুড়ে অহিংসা মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিতে বুদ্ধপূর্ণিমা পালন করা হয়। টালিগঞ্জ সম্বোধী বুদ্ধ বিহারে ম্যুর এভিনিউ বৌদ্ধ সমিতির প্রতিষ্ঠাতা ড: অরুনজ্যোতি ভিক্ষু ও সভাপতি সুকুমার রায় শান্তির বার্তা দিলেন দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষুদের। ২৫৬৯ তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে টালিগঞ্জ ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এদিন বুদ্ধ পুর্নিমা উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এদিন সকলে মিলে গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেসনের সভাপতি শ্যামলেন্দু বড়ুয়া, যুগ্ম সম্পাদক অরুণচন্দ্র বড়ুয়া শ্রী প্রসেনজিৎ চৌধুরী সকলের উদ্যোগে অনুষ্ঠানে কয়েক'শো মানুষ অংশ নেন । সকলের জন্যে মধ্যাহ্ন ভোজের ও আয়োজন করা হয়। সাথে ১০০ জন শিশু শিল্পী দের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশনের অর্গানাইজেশন সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় ড: অরুন্ধতী ভিক্ষু, ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব...