বুদ্ধপূর্ণিমায় উৎসব পালন ও বিশ্বশান্তির বার্তা বৌদ্ধ ভিক্ষুর
শুভ ঘোষ, টালিগঞ্জ: টালিগঞ্জ ম্যুর এভিনিউ বুদ্ধ সমিতির উদ্যোগে বিশ্ব জুড়ে অহিংসা মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিতে বুদ্ধপূর্ণিমা পালন করা হয়। টালিগঞ্জ সম্বোধী বুদ্ধ বিহারে ম্যুর এভিনিউ বৌদ্ধ সমিতির প্রতিষ্ঠাতা ড: অরুনজ্যোতি ভিক্ষু ও সভাপতি সুকুমার রায় শান্তির বার্তা দিলেন দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষুদের। ২৫৬৯ তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে টালিগঞ্জ ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এদিন বুদ্ধ পুর্নিমা উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকলে মিলে গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেসনের সভাপতি শ্যামলেন্দু বড়ুয়া, যুগ্ম সম্পাদক অরুণচন্দ্র বড়ুয়া শ্রী প্রসেনজিৎ চৌধুরী সকলের উদ্যোগে অনুষ্ঠানে কয়েক'শো মানুষ অংশ নেন । সকলের জন্যে মধ্যাহ্ন ভোজের ও আয়োজন করা হয়। সাথে ১০০ জন শিশু শিল্পী দের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশনের অর্গানাইজেশন সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় ড: অরুন্ধতী ভিক্ষু, ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন বর্তমান সময়ে সারা বিশ্বজুড়ে যে অশান্তি ও অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে এবং বিশ্ব শান্তি রক্ষায় গৌতম বুদ্ধের দেখানো পথে আমাদের এগিয়ে চলতে হবে।
Comments
Post a Comment