Posts

Showing posts from July, 2025

মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোগে ওষুধ প্রদান

Image
  শুভ ঘোষ, বারাসাত: মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোগে এক সামাজিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় এদিন। রবিবাসরীয়র সকাল থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বারাসাত ঘোষপাড়া নবপল্লি জলের ট্যাঙ্ক প্রাঙ্গনে বেলঘড়িয়া মা তারাশ্রীতা ভক্তিবৃন্দের উদ্যোগে বিগত ২০ বছরের ন্যায় এই বছরেও চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ২১তম বর্ষে একই ধারা বজায় রেখে এলাকার দুস্থ অসহায়ের সহায় হতে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরন করা হয়।  মা তারাশ্রীতা ভক্তবৃন্দ চারটি জায়গায় যাদের শাখা। হাওড়া,উত্তর ২৪ পরগনা,দক্ষিণ 24 পরগনা এবং হুগলিতে । এদিন বেলঘরিয়া মা তারাশ্রীতা ভক্তিবৃন্দের সম্পাদক রক্তিম দাশগুপ্ত ,সভাপতি সঞ্জীব সেন চৌধুরী, সহ-সভাপতি অভিজিৎ গুছাইত, যুগ্ম সম্পাদক অমিতাভ মন্ডল, সহ_ কোষাধক্ষ্য প্রদোষ ভদ্রের তত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের সমাগম ঘটে এই দিনের এই অনুষ্ঠানে।

সহস্রাধিক মানুষকে নিয়ে ছুটলো শহীদ সমাবেশে

Image
  শুভ ঘোষ, বেহালা: ২১শে জুলাই ধর্মতলা চলো। এই স্লোগানকে সামনে রেখে শহীদ স্মরণে ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশন ৩৫০/১ ডায়মন্ড হারবার রোড (বেহালার বাজার) শহিদ সুধা সিন্দু মার্কেট থেকে শ'য়ে শ'য়ে মানুষ আসেন। ডায়মন্ড হারবার রোড (বেহালার বাজার) শহিদ সুধা সিন্দু মার্কেটের সভাপতি শক্তিপদ মন্ডলের উদ্যোগে ডায়মন্ড হারবার রোড দিয়ে আসা বাসযাত্রী ধর্মতলায় ধর্ণা মঞ্চের উদ্দেশ্যে সামিল হন। প্রায় ৩০ হাজার মানুষরা এদিন পা মেলান একুশে জুলাইয়ের সমাবেশে। গরমের জলের কষ্ট থেকে মুক্তি দিতে তাদের জন্য জলের বোতল ও খাবার প্যাকেটের ব্যবস্থা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশন সভাপতি শক্তিপদ মন্ডল, সম্পাদক তরুণ কান্তি ঘোষ ,মুখ্য সচিব মোহিত মন্ডল । এছাড়া ও দলীয় কর্মী সমর্থকরা এইদিন সামিল হন। চারটি বাস, ও ছটি টেম্পু রাখা হয় ধর্মতলার ২১শে জুলাই শহীদ মঞ্চে যাবার জন্য । 

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

Image
  সায়ন দেবনাথ , কলকাতা: বাংলার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রখ্যাত চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস ও প্রয়াণ দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ন্যাশনাল ডক্টরস ডে। আমাদের রাজ্যেও সর্বত্র পালিত হচ্ছে চিকিৎসক দিবস দিনটি। বেলেঘাটা সুভাষ সরোবরের স্বেচ্ছাসেবী সংস্থা আমরা ব্যতিক্রমী'র উদ্যোগে এদিন বেলেঘাটা সি আই টি রোডে বি সি রায় পোলিও হাসপাতাল এবং ফুলবাগানের বি সি রায় শিশু হাসপাতালের চিকিৎসারত শিশুদের মধ্যে উপহার তুলে দেওয়া হল সংস্থার পক্ষ থেকে। প্রথমে ডাঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংস্থার সদস্য এবং সদস্যারা। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্য, প্রধান উপদেষ্টা অশোক মজুমদার, মিহির বালা, ইন্দ্রানী বালা, স্বপন ভট্টাচার্য্য এবং আল্পনা বন্দ্যোপাধ্যায়। আমরা ব্যতিক্রমী সংস্থা এই বছর ১৫ তম বর্ষে পদার্পন করলো। এদিনের অনুষ্ঠানে ১০০ জন শিশু এবং তাদের অভিভাবকগন সকলেই এই উদ্যোগের প্রসংশা করেন। এই কাজে দুই হাসপাতালের কতৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ডাঃ বি সি রায় শিশু হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ দিলীপ পাল এই মহ...