সহস্রাধিক মানুষকে নিয়ে ছুটলো শহীদ সমাবেশে
শুভ ঘোষ, বেহালা: ২১শে জুলাই ধর্মতলা চলো। এই স্লোগানকে সামনে রেখে শহীদ স্মরণে ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশন ৩৫০/১ ডায়মন্ড হারবার রোড (বেহালার বাজার) শহিদ সুধা সিন্দু মার্কেট থেকে শ'য়ে শ'য়ে মানুষ আসেন। ডায়মন্ড হারবার রোড (বেহালার বাজার) শহিদ সুধা সিন্দু মার্কেটের সভাপতি শক্তিপদ মন্ডলের উদ্যোগে ডায়মন্ড হারবার রোড দিয়ে আসা বাসযাত্রী ধর্মতলায় ধর্ণা মঞ্চের উদ্দেশ্যে সামিল হন। প্রায় ৩০ হাজার মানুষরা এদিন পা মেলান একুশে জুলাইয়ের সমাবেশে। গরমের জলের কষ্ট থেকে মুক্তি দিতে তাদের জন্য জলের বোতল ও খাবার প্যাকেটের ব্যবস্থা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশন সভাপতি শক্তিপদ মন্ডল, সম্পাদক তরুণ কান্তি ঘোষ ,মুখ্য সচিব মোহিত মন্ডল । এছাড়া ও দলীয় কর্মী সমর্থকরা এইদিন সামিল হন। চারটি বাস, ও ছটি টেম্পু রাখা হয় ধর্মতলার ২১শে জুলাই শহীদ মঞ্চে যাবার জন্য ।
Comments
Post a Comment