Posts

Showing posts from 2021

খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বকনা গরু বিতরণ

Image
কল্যাণ দত্ত,পূ. বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বুধবার ৯ টি বকনা গরু বিতরণ করা হল। খণ্ডঘোষ ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিতরণ করা হয় বকনা গরু গুলি। বকনা গরু বিতরণের সাথে সাথে গরু পালনের সহায়তায় গো খাদ্য ও রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় ওষুধ ও তুলে দেওয়া হয় আগত উপভোক্তাদের হাতে। শুধুমাত্র তাই নয় গো পালকদের সাহায্যার্থে গোয়াল ঘর সংস্কারের স্বার্থে এককালীন ৩৬৫০ টাকা আর্থিক অনুদান ও প্রদান করার কথা জানান পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি। খণ্ডঘোষ ব্লক প্রাণী সম্পদ দপ্তরের  আধিকারিক চিরদীপ হাজরা বলেন, সাধারণ মানুষ যাতে গো পালনের মাধ্যমে স্বনির্ভরশীল হতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই রাজ্য সরকারের এই উদ্যোগ। আমাদের খণ্ডঘোষ ব্লকে ৯ টা টার্গেট ছিল আর সেটা আমরা পূরণ করতে পেরেছি। জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় বলেন, দরিদ্র পরিবারগুলো একটি করে গরু পালন করতে পারলেই তাদের অনেককাংশে অভাব ঘুচনো সম্ভব হবে। এভাবে রাজ্য সরকার সব সময়ের জন্য মানুষের পাশে থাকবে। শুধুমাত্র বকনা বাছুর দেওয়া হল সেটা নয়, পালকরা যাতে গো পালনে কোনো সমস্যার সম্মুখীন ...

জন্ম দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

Image
কল্যাণ দত্ত , পূর্ব বর্ধমান: ২৮ তম জন্ম দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে অনন্য নজির গড়লেন হেলপ পরিবারের সদস্য রনি মন্ডল।  পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের বোঁয়াইচণ্ডী তে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হেলপ পরিবারের সদস্যরা নিজেদের জন্মদিন উপলক্ষে ইতিপূর্বে বহুবার রক্তদান শিবিরের আয়োজন করেছেন। রক্তদান জীবন দান। এই বাণী কে সামনে রেখে এবং নিজের ইচ্ছা কে গুরুত্ব দিয়ে  রক্তদান শিবিরের আয়োজন বলে জানালেন রনি মন্ডল। স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর ব্লাড ব্যাংকের হাতে। যারা উপস্থিত থেকে রক্ত দান করলেন তাদের জন্য একটি করে মেহগনি গাছের চারা সার্টিফিকেট এবং তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে হেলপ পরিবারের পক্ষ থেকে। মোট ৫০ জন রক্তদাতা আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দান করেন । হেল্প এর সকল সদস্যরা  রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। রনি মন্ডল এর পাশাপাশি হেলপের আরও এক সদস্য কৃষ্ণর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির মঞ্চে কেক কেটে সেলিব্রেশন করে হেল্প পরিবার।  About Channel: Sothik Barta is a online...

পথচারী শিশুদের সাথে ছেলের জন্মদিন উদযাপন

Image
নিজস্ব প্রতিবেদন,বর্ধমানঃ জন্মদিন মানেই নিজেদের চেনা মানুষদের সাথে সময় কাটানো। জন্মদিন মানে অনেক নতুন নতুন উপহার শুভেচ্ছা পাওয়া। তবে এবার পথের ধারে যাদের বাস। যাদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্যে কেউ নেই। কেউ নেই তাদের কথা ভাবতে। জন্মদিন পালনের মধ্যে দিয়ে এবার প্রায় তিন শতাধিক পথ শিশুদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করলেন #BirthdayBoy । All India Human Rights এর পূর্ব বর্ধমান জেলার সহ সম্পাদক হাবিব মোল্লা সাহেবের ছেলে রিদওয়ান মোল্লার জন্মদিন উপলক্ষে এইদিনের এই ব্যবস্থাপনা।  প্রায় ৩০০ পথ শিশুদের নিয়ে কেক কেটে মধ্যাহ্নভোজের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে উৎযাপিত হয় এই দিনটি। বর্ধমান রেলওয়ে স্টেশনের কাছে ফ্লাইওভারের নিচে All India Human Rights এর পূর্ব বর্ধমান জেলার সহ সম্পাদক হাবিব মোল্লা সাহেবের ছেলের এইভাবেই জন্মদিন পালিত হয়।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাফিজুল রহমান, পূর্ব বর্ধমান জেলা অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের সহ-সভাপতি হাবিব মোল্লা ,পূর্ব বর্ধমান জেলা বোর্ড এর সহ-সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন All India Human Rights এর বর্ধমান বোর্ডের, রায়না ব্লক এর, মেমারি ব্লক এর, সদস্...

শীতের রানী খেজুরের রস

Image
কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: খেজুরের রস বা খেজুর রস হল খেজুর গাছ থেকে সংগ্রহকৃত রস। সাধারণত মাটির হাড়ি দিয়ে খেজুরের রস সংগ্রহ করা হয়। তবে বর্তমানে অনেক ক্ষেত্রে মাটির বদলে প্লাস্টিক দিয়ে সংগ্রহ করা হয়। খেজুরের রস দিয়ে ফিরনি, পায়েস এবং খেজুরের রস থেকে উৎপন্ন গুড় দিয়ে ভাঁপা পিঠা এবং গাঢ় রস দিয়ে তৈরি করা হয় মুড়ি, চিড়া, খই ও চিতই পিঠাসহ হরেক রকম পিঠাপুলি। খেজুরের রস পান করলে শরীরের দুর্বলতা দূর হয়। এতে উচ্চ প্রাকৃতিক চিনি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান বর্তমান। কুয়াশা-ঢাকা শীতের সকালে টাটকা এক গ্লাস খেজুরের রসের তুলনা হয় না।  মধুবৃক্ষ থেকে আহৃত রস কাঁচা ও জ্বাল দিয়ে খেতে যেমন সুস্বাদু, তেমনি এ রস দিয়ে তৈরি গুড় ও পাটালিরও তুলনা নেই। শীতে হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে কাঁচা খেজুরের রস আহহ, এক কথায় অমৃত! শীতের পিঠে-পায়েসের একটি উপাদেয় উপাদান খেজুরের রস। এই রসে তৈরি দানা, ঝোলা ও নলেন গুড়ের স্বাদ ও সুবাসই আলাদা। শুরু হয়ে গিয়েছে পৌষ মাস। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে খেজুরের চাহিদা বাড়বে। পৌষ পার্বণে বিভিন্ন ধরনের পিঠা, পুলি, পায়েস তৈরি ক্ষেত্রে খেজুর গুড়ের চাহিদা থাকবেই থাকবে।  ল...

আসছে ভূতুড়ে কাহিনী অবলম্বনে ছবি পিশাচ

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ মুক্তি পেল আসন্ন বাংলা ছবি "পিশাচ"-এর পোস্টার। ধর্মরাজ ফিল্ম পরিচালিত নতুন ছবি আসছে অতি শীঘ্রই । শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো পিশাচ ছবির পোস্টার। একেবারে অন্য স্বাদের গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে ধর্মরাজ ফিল্ম পরিচালিত এই ছবি। হিমাংশু খাঁ ও মুনমুন এর প্রযোজনায় গা ছম ছম করা রোমাঞ্চকর গল্প কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। ভয়ে গায়ে শিহরণ জাগানোর মতো গল্প নিয়ে নবাগত পরিচালক প্রসেন তৈরি করেছে ছবি আসন্ন বাংলা ছবি পিশাচ।  হিমাংশু ছবির চিত্রনাট্য ও সংলাপ সহ গল্প লিখেছে হিমাংশু খাঁ । এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন নবারুণ দাশগুপ্ত। ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন ইন্দ্রজিৎ, মুনমুন, সান্তনা বসু, বিশ্বজিৎ চক্রবর্তী , নবাগত সায়ন, কৌশিক,ডলি, রাজকুমার।ছবিটি আগামী বছর ইংরেজি নববর্ষেই কলকাতার বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। আশা করা যায়, বাচ্চা থেকে বুড়ো সকলের কাছে পছন্দের ছবি হবে। বললেন ছবির পরিচালক প্রসুন।  About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-politic...

কেক , লজেন্সের সাথে কম্বল দিলো সান্তা

Image
নিজস্ব প্রতিবেদন, হুগলীঃ বাচ্চাদের কাছে সান্তাই ভগবান। অন্তর্জামি রুপে মনের ইচ্ছে পূরণের বন্ধু। যার কাছে সব ইচ্ছের কথা বলা যায়। আবদার মেটানোর বায়না করা যায়। তবে এই সবটাই কল্পনাতেই সম্ভব। বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। তবে বাস্তবের সান্তা কেবলই বাচ্চাদের নয়। পথের ধারে দিন কাটানো সর্বহারাদের অন্তর্জামি হয়ে শীতকালীন প্রয়োজনীয় কম্বল উপহার হিসেবে দিলেন Real সান্তা।  রীতিমত জিঙ্গেল বেল জিঙ্গেল বেল গাইতে গাইতে রেল স্টেশনে বসবাস করা শিশুদের মুখে বড়দিনের আগে হাসি ফোটাতে সান্তা’র সাজে সেজে প্ল্যাটফর্মের শিশুদের হাতে কেক আর লজেন্স তুলে দিতে দেখা গেল হুগলী জেলা পরিষদের পূর্ত কার্য্য ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জীকে। এছাড়াও এই এলাকার অসহায় বৃদ্ধ মহিলাদের কম্বল প্রদান করেন তিনি।  এই বিষয়ে হুগলী জেলা পরিষদের পূর্ত কার্য্য ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী বলেন, একজন রাজনীতিবিদকে সবার আগে একজন সমাজসেবক হতে হবে। মানুষের বিপদে ছুটে যেতে হবে। অসহায়ের বন্ধু হতে হবে। আর তাই তিনি সান্তা রুপে একটু মুখে হাসি ফোঁটাতে বড়দিনের আগে এই আয়োজন করলেন।   রীত...

বড়দিনে আসছে মিউজিক ভিডিও 'ভুল না পায়ে', মুক্তি পেল পোস্টার

Image
গোপাল দেবনাথ , কলকাতা: চন্দ্রানী দাসের প্রযোজনা সংস্থা মায়া এন্টারটেইনমেন্ট এর ব্যানারে খুব শিগগির মুক্তি পেতে চলেছে নতুন মিউজিক ভিডিও 'ভুল না পায়ে'। পার্থ ব্যানার্জীর সুর করা ও গাওয়া এই গানের মিউজিক ভিডিও তে দেখতে পাওয়া যাবে সঙ্গীত শিল্পী পার্থ ও অভিনেত্রী চন্দ্রানী দাস কে। মিউজিক ভিডিওর ক্যামেরা করেছেন সুশোভন চক্রবর্তী, মিউজিক ভিডিওর সম্পাদনা করেছেন অজিতাভ বরাট। মেক আপ ও কেশ বিন্যাসে রয়েছেন শক্তি দাস, মিউজিক ভিডিওর ভাবনা ও পরিচালনায় রয়েছেন চন্দ্রানী ও অজিতাভ। মিউজিক ভিডিওর পোস্টার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মায়া এন্টারটেইনমেন্ট এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। আগামী ২৫ শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিনে এই রোম্যান্টিক মিউজিক ভিডিও টি মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন প্রযোজক চন্দ্রানী। মিউজিক ভিডিও নিয়ে বিশেষ ভাবে আশাবাদী তিনি। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cit...

বোমা বিস্ফোরনে জখম শিশু। বল ভেবে বোমা নিয়ে খেলতে বিয়েই বিপত্তি

Image
  সুব্রত রায়,মুর্শিদাবাদ: বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হল এক ৭ বছরের শিশু। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতি এবং সামশেরগঞ্জ সীমান্তবর্তী একটি আমবাগানে। জখম শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।       জানা গিয়েছে সাত বছরের এক শিশু তার বন্ধুদের সঙ্গে আমবাগানে খেলতে যায়। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বোমা।  আর সেই বোমাগুলিকে বল ভেবে খেলতে গিয়ে ঘটে বিপত্তি।  তখনই বোমা বিস্ফোরণ হয়। আর যার জেরে গুরুতর জখম হন সারফরাজ আহমেদ নামের এক শিশু(৭)। বোমাফাটার আওয়াজ শুনে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় জখম শিশুটিকে। বিস্ফোরনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামশেরগঞ্জ  ও সুতি থানার পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে এই আমবাগানে বোমা ছড়িয়ে-ছিটিয়ে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর জঙ্গিপুর পুলিশ জেলার বোম স্কোয়াডকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে বোমা গুলিকে নিষ্ক্রিয় করার করে।   আহত শিশ...

হিমশীতল শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা

Image
  অরিন্দম নন্দী, নতুন দিল্লী : সমগ্র উত্তর ভারত জুড়ে ব্যাপক শৈত্যপ্রবাহ বইছে। যার ফলে জনজীবন রীতিমত কাবু হয়ে পড়েছে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ শূন্যের কাছে গিয়ে পৌঁছেছে। ঠান্ডায় জবুথবু জনজীবন। রাজধানী দিল্লীতে গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3.1 ডিগ্রি সেলসিয়াস। দিল্লীর আশেপাশে ঠান্ডার প্রকোপ ছিল আরও বেশি। রাজস্থানের চুরু এলাকায় গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস - 0.5 ডিগ্রি আর ফতেপুরে ছিল মাইনাস -1.8 ডিগ্রি সেলসিয়াস।  উত্তর প্রদেশের বিভিন্ন শহরে তাপমাত্রা ছিল নিম্নমুখী। আবহাওয়া দফতর বলছে উত্তরপ্রদেশের কানপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 5 ডিগ্রির আশেপাশে। জম্মুতে গতকাল সর্ব নিম্ন তাপমাত্রা ছিল 3 ডিগ্রির মত। আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী কয়েকদিন উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক হিমেল বাতাস বয়ে আনবে আরও শীতের বার্তা। বিশেষ করে উত্তর রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, গিলগিট, বালতিস্তান প্রদেশের ওপর দিয়ে  হিমশীতল শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। About Channel: Sothik Barta...

১৮০০ কম্বল প্রদান আরজি পার্টির

Image
সৃঞ্চিনী পোদ্দার, কামারহাটিঃ কথাতেই আছে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর নৈতিক কর্তব্য। সেইরকমই দুস্থ নিপীড়িত পরিবারের পাশে শীতকালের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস কম্বল উপহার হিসেবে তুলে দেওয়া হয়। কামারহাটি পৌরসভার অন্তর্গত ধবিয়া বাগান এলাকায় কয়েক সহস্রাধিক মানুষকে কম্বল বিতরণ করে বন্ধু হিসেবে পাশে দাঁড়াতে সচেষ্ট হল ধবিয়া বাগান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আরজি পার্টি।   ধবিয়া বাগান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আরজি পার্টির সভাপতি মহন্মদ শাহ আলম খান এবং সম্পাদক আব্দুল রশিদের তত্ত্বাবধানে কামারহাটির ধবিয়া বাগান এলাকায় ১৮০০ মানুষকে কম্বল বিতরণ করা হয়। এইদিনের এই অনুষ্ঠানে এলাকার বহু স্বচ্ছল মানুষ থেকে শুরু করে কামারহাটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটররাও সামিল হন। আগামী দিনে এদের পাশে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন কামারহাটি তৃনমুল কংগ্রেসের সভাপতি নবীন ঘোষালও।  আম্পান কিংবা লকডাউন। মানুষের অসহায় অবস্থার খবর পেলেই নির্দ্বিধায় ছুটে গিয়েছে ধবিয়া বাগান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আরজি পার্টির সদস্যরা। কখনো দুস্থদের মুখে আ...

অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় কলকাতার দুর্গাপুজো

Image
গোপাল দেবনাথ, কলকাতা:  ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে। শারদীয়া উৎসব এবং দুর্গা মায়ের পুজো নিয়ে বাঙালি তথা বিশ্ববাসীর আনন্দ ও উদ্দীপনার শেষ নেই। অনন্তকাল ধরেই এই পাঁচ দিনের উৎসব বিশ্ববাসীর কাছে মিলন উৎসবে পরিণত হয়ে ওঠে। কলকাতার দুর্গোৎসব নিয়ে সাধারণ মানুষের মধ্যে সারাবছর ধরেই প্রস্তুতি চলতে থাকে আর সেই কারণেই ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে তার ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে, যার মাধ্যমে ৩৩১ বছরের পুরোনো শহর কলকাতা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম ধর্মীয় উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। এহেন সুখবর এবং আনন্দের ঘটনাকে স্মরণ করে কলকাতার দুর্গাপুজোপ্রেমী`র সদস্য -  দেবর্ষি রায় চৌধুরী (সাবর্ণ রায়চৌধুরী পরিবার থেকে), সনাতন দিন্দা (শিল্পী), প্রসূন (রাণী রাসমনির পরিবার থেকে), মল্লার ঘোষ (সংগীত পরিচালক), ভবতোষ সুতার (শিল্পী),  শাশ্বত বসু (হাতিবাগান সর্বজনীন), সায়ন্তন মৈত্র (স্থপতি), মধুছন্দা সেন (ফটোগ্রাফিক কিউরেটর) এবং সোমনাথ দাস (লেক পলি, সন্তোষপুর) সমবেতভাবে কলকাতাবাসীদের আহ্বান জানালেন ...

দুয়ারে মিউটেশন ও প্লান অনুমোদনের মাধ্যমে বকেয়া মিউটেশন ও প্লান অনুমোদন ৭ দিনে

Image
  নিজস্ব প্রতিবেদন, হাওড়াঃ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জনগণের দুর্ভোগ লাঘবে সচেষ্ট হল হাওড়া পৌর নিগম। দুয়ারে মিউটেশন ও প্লান অনুমোদনের মাধ্যমে মাত্র ৭ দিনের মধ্যে বকেয়া মিউটেশন এবং প্ল্যান অনুমোদনের ব্যবস্তা করে দেওয়া হয়। হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক ডঃ সুজয় চক্রবর্ত্তীর নেতৃত্বে হাওড়া পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড জুড়ে স্বচ্ছ ও দ্রুত পরিষেবা পৌঁছে দিতে শুরু করা হয় দুয়ারে মিউটেশন ও প্লান অনুমোদন পরিষেবা। যার ফলে এবার ৩ থেকে ৭ দিনের মধ্যে বকেয়া মিউটেশন এবং প্ল্যান অনুমোদনের মাধ্যমে সাধারণ মানুষের সুবিধা করে দিতে সচেষ্ট হলো হাওড়া পৌর নিগম।  হাওড়া পৌর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দিলীপ ঘোষ ও  শান্তুনু ব্যানার্জীর উপস্থিতিতে মাত্র ৩ থেকে ৭ দিনের মধ্যে বকেয়া মিউটেশন ও প্লান অনুমোদন করে তাদের হাতে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি জনগণের অবগতির জন্য পৌর নিগমের অনুমোদিত প্লানের যাবতীয় তথ্য সমৃদ্ধ বোর্ড নির্দিষ্ট নির্মাণের সম্মুখে ঝোলানোর পৌর নিগম প্রদেয় নির্দেশ কঠোর ভাবে বলবৎ ও মান্যতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার তথ্য সংগ্রহ করে তারপ...

আমতলা ট্রাফিক গার্ডের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

Image
নিজস্ব প্রতিবেদন, ডায়মন্ডহারবারঃ পুলিশ প্রশাসনের আধিকারিকদের জন্যে একটি বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো আমতলা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। ডায়মন্ডহারবার জেলা পুলিশের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারীকদের উপস্থিতিতে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সারাদিন ব্যাপী এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।  এই দিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি , ডিএসপি , বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক , চন্ডী অঞ্চলের প্রধান ,পঞ্চায়েত সমিতির সদস্য সজল কুমার মিত্র , আমতলা ট্রাফিক গার্ডের বড়বাবু অনির্বাণ হালদার।  ট্রাফিক অফিসার অবিনাশ বিশ্বাসের তত্বাবধানে ডায়মন্ডহারবার জেলা পুলিশের অন্তর্গত আমতলা ট্রাফিক গার্ডের উদ্যোগে পুলিশ প্রশাসনের আধিকারিকদের জন্যে এই দিনের এই বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।   উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover...

"হিন্দুকে বাড়ি বিক্রি করা হবে না" - বিজ্ঞাপন ঘিরে সমালোচনা

Image
  নিজস্ব প্রতিবেদন, বারাসাতঃ হিন্দু সম্প্রদায়ের লোকেদের বাড়ি বিক্রি করা হবে না বলে সাইনবোর্ড লাগিয়ে বিজ্ঞাপন দেওয়া হলো। বারাসাত এলাকায় এমনই এক পোস্টারকে কেন্দ্র করে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে।  আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্টার টাঙ্গিয়ে বিজ্ঞাপন দেওয়া হলো যেখানে বলা হয়েছে, কোনো হিন্দু সম্প্রদায়ের কাছে বাড়ি বিক্রি করা হবে না। ধর্ম বর্ণের ভেদাভেদের মায়াজালে আজও সমাজে বিভাজনের বাতাবরণ বজায় রয়েছে। তারই হদিশ এই পোস্টারকে কেন্দ্র করে। হিন্দু হোক কিংবা মুসলমান। উচ্চবর্নের হোক কিংবা নিন্মবর্ণের। ধর্ম যার যার। ধর্মের ভেদাভেদ করে বিদ্বেষ সৃষ্টি করা অনৈতিক। আর তাই বারাসাত এলাকায় এমনই বাড়ি বিক্রির পোস্টারকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠছে শিক্ষিত মহল জুড়ে।   About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  www.sothikbartaoffi...

বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যালের দশ বছর উদযাপন

Image
  গোপাল দেবনাথ , কলকাতা: গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার লেক ক্লাবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল এর দশ বছর উদযাপন উপলক্ষে এই প্রথমবার এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়েছিল। এই দেশে যত সংখ্যক ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম এবং ঐতিহ্যবাহী বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল। এই সংস্থার কর্মকাণ্ড খুবই অল্প সময়ের মধ্যেই ক্ল্যাসিক্যাল ঘরানার শিল্পী সহ সাধারণ মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে।  এই দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সন্দীপন বন্দোপাধ্যায়, সঞ্জয় মজুমদার, পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পন্ডিত তরুণ ভট্টাচার্য, পন্ডিত বিক্রম ঘোষ, উচ্চাঙ্গ সংগীতশিল্পী কৌশিকি চক্রবর্তী, পন্ডিত অভিজিৎ বন্দোপাধ্যায়, পন্ডিত সমর সাহা, এই অনুষ্ঠানের নিবেদক ত্রিপুরা ও বাংলার জনপ্রিয় স্বর্ণবিপনী শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর পক্ষে সংস্থার কর্ণধার রূপক সাহা সহ বিশিষ্টজন। এই অনুষ্ঠান আয়োজিত হবে বেহালা ব্লাইন্ড স্কুলের  (বরুন দা মঞ্চে) আগামী নতুন বছরের  ৯-১২ জানুয়ারি পর্য্যন্ত। অনুষ্ঠানের আয়োজনে বেহালা সাংস্...

সাংবাদিকদের সংবিধান প্রদত্ত অধিকারের পক্ষে সওয়াল করলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

Image
  মোল্লা জসিমউদ্দিন , বর্ধমান: ১২ই ডিসেম্বর রবিবার বর্ধমান শহরে টাউনহল ঘরে একদিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল 'কুমুদ সাহিত্য মেলা কমিটি'।  এই কর্মশালার মিডিয়া পার্টনার হিসাবে ছিল কুড়ির বেশি সংবাদমাধ্যম। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা করেন উদ্বোধক তথা কলকাতা হাইকোর্টের  প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি সাহেব। প্রধান অতিথি হিসাবে ছিলেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের পদাধিকারী তথা কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মন্ডল। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, দৈনিক স্টেটসম্যান কাগজের সম্পাদক শেখর সেনগুপ্ত, আইজেএর সম্পাদক দেবাশিস দাস, মেমারি বিধায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য, জামালপুর বিধায়ক অলোক কুমার মাঝি, বর্ধমান পুরসভার উপ পুরপ্রশাসক আইনুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ওয়ায়েজুল হক প্রমুখ। নিবেদিতা সাহা এবং সমর্পিতা সাহার উদ্বোধনী সঙ্গীত সবার মন কাড়ে। এরপর উদ্বোধক তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্স...

বেসরকারি টেলিকম সংস্থার রিচার্জ ডাটা প্যাক এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব AIDYO

Image
সঞ্জয় মন্ডল, কলকাতা:-   নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিনই বাড়ছে।  ভোজ্য তেল থেকে জ্বালানি তেল , এককথায় জীবনের প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য গত কয়েকগুন বেড়ে গেছে। সব মিলিয়ে নাজেহাল নাগরিক জীবন। একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়ে গেছে অন্য দিকে  কর্ম হীন মানুষের লাইন ক্রমশ লম্বা হচ্ছে। গোটা জনজীবন এক ভয়াবহ দিশা হীন পথের দিকে এগিয়ে যাচ্ছে। এই অতিমারী পরিস্থিতি জীবনের ছন্দ বদলে দিয়েছে। জীবনের প্রয়োজনীয় জিনিসের তালিকায় বদল এসেছে।  ডাল ভাতের মত মোবাইল ও আমদের জীবনে অপরিহার্য হয়ে গেছে।সম্প্রতি সমস্ত বেসরকারি টেলিকম সংস্থার রিচার্জ ডাটা প্যাক এর দাম বিপুল পরিমাণে বাড়ানোর প্রতিবাদে AIDYO'র রাজ্য সম্পাদক মলয় পাল এক প্রেস বিবৃতিতে বলেন...  মোবাইলে পরিষেবা আজ নিত্যপ্রয়োজনীয় আর পাঁচটা জিনিসের মতোই অপরিহার্য। অতিমারি পরিস্থিতিতে সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি যখন খুবই খারাপ, ছাত্র-ছাত্রীদের সামনে অনলাইনে পড়াশোনা ছাড়া কোন রাস্তা তাদের সামনে খোলা নেই, এমনকি বেকার কর্মপ্রার্থীদের চাকরির সুযোগের খোঁজ, তার আবেদনপত্র জমা দেওয়া এবং তার পড়াশোনাও যখন অনল...

বি,জে,পি এর উদ্যোগে সিঙ্গুরে কৃষক আন্দোলনের সূচনা হলো আবার

Image
  সঞ্জয় মন্ডল, সিঙ্গুর:- সিঙ্গুরে কৃষকদের অধিকার রক্ষার লড়াই শুরু করে ছিল মমতা ব্যানার্জি। সিঙ্গুর ছেড়ে চলে যেতে হয়েছিল টাটা শিল্পো গোষ্ঠীকে। সেদিন মমতা ব্যানার্জি ছিলেন বিরোধী দলের নেত্রী । সেদিনের সেই রাজনৈতিক অন্দোলন মমতা ব্যানার্জিকে পৌঁছে দিয়েছে ক্ষমতার শিখরে। আবার পশ্চিম বঙ্গের প্রধান বিরোধী দল বি, জে,পি কৃষক বঞ্চনার বিরুদ্ধে  আন্দোলনের সূচনা করলো সেই সিঙ্গুর থেকেই। পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা কিষান মোর্চার আহ্বানেও নেতৃত্বে থেকে সিঙ্গুরে শুরু হলো। "কৃষি বাঁচাও , কৃষক বাঁচাও" আন্দোলন ও ধর্ণা কর্মসূচি ।। উপস্থিত ছিলেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ , পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদার , বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , বর্ষিয়ান নেতা রাহুল সিনহা , রাজ্যের মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল , সোনামুখীর বিধায়ক ঘরামি , ওন্দার বিধায়ক অমরনাথ শাখা এবং দলীয় বহু নেতৃত্বরা।  About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel...